বহু ঢাকঢোল পিটিয়ে এবারের বিপিএল শুরু করে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর আগের হইচই মাঠের খেলায় ধূলিসাৎ করে দিয়ে ভক্তদের হ্যাট্রিক হার উপহার দিল ঢাকা ক্যাপিটালস।
আজ (৩ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় খুলনা টাইগার্স আর ঢাকা ক্যাপিটালস। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার ক্যাপ্টেন থিসারা পেরেরা।
ওপেনিং জুটিতে মোহাম্মদ নাইম শেখ এবং উইলিয়াম বসিস্টো তোলেন ৪৯ রান। নাঈম ১৭ বলে ৭ বাউন্ডারিতে ৩০ রান করে ফিরে গেলে এই জুটি ভাঙে।
শুরুটা ভাল হলেও, নাঈমের পর শুরু হয় বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। সেই মিছিলে একে একে যোগ দেন আফিফ হোসেন (১ রান), ইব্রাহিম জাদরান (৫ রান), মেহেদি হাসান মিরাজ (৮ রান) এবং মোহাম্মদ নওয়াজ (৫ রান)। এক প্রান্তে দাঁড়িয়ে সে মিছিল উপভোগ (!) করেন উইলিয়াম বসিস্টো।
ওপেনিংয়ে নেমে ত্রয়োদশ ওভারে আউট হলেও আশ্চর্যজনকভাবে মাত্র ২৬ রান করেন বসিস্টো। তাও আবার ২৮ বল খেলে। যা মোটেও টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং নয়।
খুলনা টাইগার্সকে উদ্ধারে ২২ বল খেলে ৩২ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। মাত্র ১টি চার ও ২টি ছক্কা মারলেও দ্রুত প্রান্ত বদলে রানের চাকা ঘোরাতে থাকেন অঙ্কন।
অঙ্কণের সাথে অষ্ঠম উইকেট জুটিতে জিয়াউর রহমান তোলেন ৪৩ রান। ১৫ বল খেলে ২ চার ও ১ ছক্কায় করেন ২২ রান।
আবু হায়দার রনি শেষদিকে ৩ ছক্কায় মাত্র ৮ বলে ২১ রান করে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।
ঢাকা ক্যাপিটালসের হয়ে ৭ জন বল করে ৭ জনই উইকেট পেয়েছেন।
চতুরাঙ্গা ডি সিলভা ২ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪১ রানে ৬ উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। এদিন যারা পুরো খেলা দেখেননি, শেষে এসে স্কোরবোর্ড দেখেছেন তাদের চোখে পড়েছে ঢাকা ক্যাপিটালসের ২০ রানের পরাজয়।
কিন্তু যারা মিস করে গেছেন তারা হাইলাইটসে দেখে নিতে পারেন কিভাবে ব্যাট হাতে এক অসম্ভব লড়াই চালিয়েছিলেন ক্যাপ্টেন থিসারা পেরেরা। ৬০ বল খেলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর মাত্র ২০ টা রান কেউ যোগ করলে এদিন ম্যাচের ফলাফলটা হয়তো অন্যরকম হতে পারত। স্বদেশী চতুরাঙ্গা ডি সিলভা ২০ খেলে মাত্র ১১ রান করে অপরাজিত ছিলেন। অথচ তার হাতে সুযোগ ছিল অসম্ভবকে সম্ভব করার। যেহেতু এতগুলো ডট বল খেলেছেন, সেখান থেকে মাত্র ৩টা বাউন্ডারি মারতে পারলেই ফলাফলটা এদিন অন্যরকম হতে পারত। বিফলে গেল থিসারা পেরেরার বিরোচিত সেঞ্চুরি।
মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ।