× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উসমান খান ১২৩, বিপিএল ২০২৫ এর প্রথম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক।

০৩ জানুয়ারি ২০২৫, ১৬:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৩ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ২০২৫ আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগাং কিংস বনাম দূর্বার রাজশাহী। চিটাগাং কিংসের পাকিস্তানি ওপেনার উসমান খান এদিন দুর্দান্ত এক সেঞ্চুরি করে বিপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি উপহার দিলেন।

ওপেনিংয়ে নেমেই দূর্বার রাজশাহীর বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানি এই ওপেনার। ১১ চার ও ৫ ছক্কার মারে ৪৮ বলে শতরান পূর্ণ করেছেন তিনি।

বিপিএলের ইতিহাসে এটি ৩৩তম সেঞ্চুরি। ১৯তম ওভারে এসে ১২৩ রান করে থামেন এই ব্যাটার। ততক্ষণে চিটাগাং কিংসের স্কোরবোর্ডে উঠে গেছে ২০১ রান।

৬২ বল খেলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রান করে তাসকিনের বলে থামতে হয় উসমানকে।

শেষপর্যন্ত চিটাগাং ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। বিপিএল ইতিহাসে মিরপুর শের--বাংলায় এটিই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে মিরপুরে ২১৮ রানের রেকর্ড সংগ্রহ ছিল খুলনার। ২০২০ বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৎকালীন নাম) বিপক্ষে এমন ইনিংস খেলেছিল তারা।

ছাড়া বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড রংপুরের। ২০১৯ সালে চট্টগ্রামের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে উইকেটে ২৩৯ রান তুলেছিল তারা। ছাড়া বাদবাকি বড় ইনিংসগুলোও সব চট্টগ্রামের মাঠেই হয়েছে।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.