মিরপুর
স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে গতকাল (২ জানুয়ারি) বিপিএলের
টিকিট না পাওয়ায় ব্যাপক ভাংচুর চালায় বিক্ষুদ্ধ্ব দর্শকরা। এক পর্যায়ে টিকিট কাউন্টারে
আগুন ধরিয়ে দেয় তারা। বিপিএলের শুরু থেকেই বিক্ষুদ্ধ দর্শকদের হামলা ও ভাঙচুরে মিরপুরের
স্টেডিয়াম সংলগ্ন এলাকা রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে। এই অবস্থায় দেশের তিন আইন শৃঙ্খলা
বাহিনী পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আজ
(৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স।
আর
এই দুই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের বুথে। সেখানে রাস্তার দুই পাশে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে দর্শকরা। আর এখানে সব
ধরণের দুর্ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ, রাব ও সেনাবাহিনী। পুলিশ
ও সেনাবাহিনী আগে থাকলেও আজ দেখা গেছে
র্যাবকে।
কারণ,
গতকালে সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দেওয়ায় নড়েচড়ে বসেছে বিসিবি। তাই আজ বিপিএলের নিরাপত্তায়
কি পরিমান পুলিশ নিয়োজিত আছে জানতে চাওয়া হয় সেখানে দায়িত্ব
পালন করা একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে।
জবাবে
তিনি গণমাধ্যমকে বলেন, আমরা গতকালকের থেকে ১০০ জন বেশি আছি।
সব মিলিয়ে প্রায় ৫০০ জন কাজ করছি
বিপিএলের নিরাপত্তায়।