× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১১ বছর পর বিপিএলে ফিরেই হারল চিটাগং কিংস

স্পোর্টস ডেস্ক।

৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৩ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৩১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। আজকের দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমে দীর্ঘ ১১ বছর এবং ৯ মৌসুম পর বিপিএলে প্রত্যাবর্তন ঘটল চিটাগং কিংসের। তবে ৩৭ রানে হেরে শুরুটা ভাল হল না তারকাসমৃদ্ধ এই দলটির।

আজ (৩১ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। আজকের দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমে দীর্ঘ ১১ বছর এবং ৯ মৌসুম পর বিপিএলে প্রত্যাবর্তন ঘটল চিটাগং কিংসের। তবে ৩৭ রানে হেরে শুরুটা ভাল হল না তারকাসমৃদ্ধ এই দলটির।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিথুন।

ব্যাটিং করতে নেমে তাড়াহুড়ো করেননি খুলনা টাইগার্সের দুই ওপেনার নাঈম শেখ এবং উইলিয়াম বসিস্টো। দলীয় ৩৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে খুলনার। মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামের বলে আউট হওয়ার আগে ৩ ছক্কা এবং ১ চারে ১৭ বলে ২৬ রান করেন এই ওপেনার।

দ্বিতীয় উইকেট জুটিতে খুলনা টাইগার্স ক্যাপ্টেন মিরাজকে নিয়ে ৫১ রানের পার্টনারশিপ গড়েন  অজি ওপেনার বসিস্টো। 

১৮ রান করে মিরাজ বিদায় নেওয়ার পর দ্রুতই আউট হন ইবরাহিম জাদরান ও আফিফ হোসেন।

উইলিয়াম বসিস্টো ৩৬ বলে বিপিএল ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন।

আফিফের বিদায়ের পর দৃশ্যপটে আবির্ভাব ঘটে মাহিদুল ইসলাম অঙ্গনের। ইনিংসের ১৫ ওভার শেষে চিটাগং কিংসের রান ছিল ৪ উইকেট হারিয়ে ১১৯ রান। 

এবার শুরু হল মাহিদুল ইসলাম অঙ্গনের ঝড়। মাত্র ১৮ বলে অর্ধশতক তুলে নেন এই ব্যাটার। এতে চিটাগং কিংস শেষ ৩০ বলে তোলে ৮৪ রান। এর মধ্যে ৫৯ রানই এসেছে অঙ্কনের ব্যাট থেকে।

মাত্র ২২ বলে ১ চার এবং ৬ ছক্কায় অঙ্কন খেলেন এই দানবীয় ইনিংস। আরেক প্রান্তে ওপেনিং করতে নেমে ৫০ বলে ৭৫ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন উইলিয়াম বসিস্টো। 

খুলনার হয়ে বল হাতে মিতব্যায়ীতার পরিচয় দেন মিস্ট্রি স্পিনার আলিস ইসলাম। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় নিয়েছেন ২ টি উইকেট। খালেদ আহমেদ ২ উইকেট নিলেও তার ইকোনমি রেটটা ভাল ছিল না। 


২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই মাত্র ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে বড় হারের মুখ দেখছিল চিটাগাং কিংস। তবে শামীম হোসেন পাটোয়ারি এদিন ব্যাট হাতে খেললেন স্বীকৃত  টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ৭টি চার এবং ৫ ছক্কায় শামীম করেন মাত্র ৩৮ বলে ৭৮ রান। তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারলে ম্যাচের মোড়টা আজ অন্যদিকে ঘুরে যেতে পারত। এমনকি তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ ম্যাচ জেতার নিভে যাওয়া আশা আবারো জ্বলে উঠেছিল চিটাগাং কিংস শিবিরে। বিপিএল ইতিহাসে নবম উইকেট জুটিতে সর্বোচ্চ ৭৭ রানের পার্টনারশিপের রেকর্ড গড়েন শামীম হোসেন পাটোয়ারি এবং আলিস আল ইসলাম। এরমধ্যে ৬৯ রানই এসেছে শামীমের ব্যাট থেকে। শামীমের আউটের পর খালেদ আহমেদ এসে ৪ বলে ১৪ রান করে আউট হলে কিংসের ইনিংস থামে ১৬৬ রানে।

খুলনার হয়ে বল হাতে ৪৪ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন পেসার আবু হায়দার রনি। 

অতিমানবীয় এক ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.