আজ (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে জয়ের বন্দরে পৌঁছায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এই ম্যাচে বরিশাল ৪ উইকেটে রাজশাহীকে হারিয়েছে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। পরে ১৯৮ রানের টার্গেটে মাঠে নেমে দ্রুতই ৫ উইকেট হারিয়ে ফেলে ফরচুন বরিশাল। এই বিপদের সময় মাঠে নামেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর সাথে অপরাজিত ফাহিম আশরাফও দলকে উপহার দিয়ে তুলে নেন ফিফটি। এই জুটির ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটের ব্যবধানে জয় পায় বরিশাল।
এবারের আসরের প্রথম ম্যাচেই সেরার পুরষ্কার পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পুরষ্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে তিনি ছেলে রাইদকে এই পুরষ্কার উৎসর্গ করেন। এবং তিনি জানান তাঁর ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।
মাহমুদউল্লাহ বলেন, 'গত কয়েকদিন ধরে আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে শীঘ্রই। এই পুরস্কার তোমার। বাবা তোমাকে ভালোবাসে।'
মাহমুদউল্লাহ দলের জয়ে সবার কৃতিত্ব দেখছেন। তিনি বলেন, 'দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ'র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিলো। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক।'