× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রযুক্তিকে থোড়াইকেয়ার; জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা

স্পোর্টস ডেস্ক।

৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৩০ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড নেয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেছে অজিরা। তবে শেষ দিনে এসে কোহলি-বুমরাহ কিংবা কামিন্স-কনস্টাসের চেয়েও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করা এই বাংলাদেশি আজ কঠিন এক সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্তটি প্রযুক্তিও নিশ্চিত করতে পারেনি। স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা। আর এতেই বাধে বিপত্তি। অনেকটা প্রযুক্তি বনাম মানব সিদ্ধান্তের এক দ্বৈরথই দেখে এমসিজি’র সাথে পুরো ক্রিকেট বিশ্ব।

পঞ্চম দিনের ২১.২ ওভার বাকি থাকতে ভারত টেস্ট ড্রয়ের জন্য লড়াই করছিল। ভারতের স্কোর তখন ১৪০ রান, আর ওপেনার যশস্বী জয়সোয়াল ৮৪ রানে অপরাজিত থেকে দলকে টেস্টে টিকে থাকার আশা জাগাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৪টি উইকেট।

প্যাট কামিন্সের একটি বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ক্যাচের আবেদন করেন, যা মাঠের আম্পায়ার নট আউট দেন। তবে কামিন্স রিভিউ চাইলে বিষয়টি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে যায়।

রিপ্লে পর্যবেক্ষণের পর শরফুদ্দৌলা জানান, তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য নেওয়া হয়। কিন্তু স্নিকোতে বল ব্যাট বা গ্লাভসে লাগার কোনো স্পষ্ট সিগন্যাল পাওয়া যায়নি। এরপরও শরফুদ্দৌলা জয়সোয়ালকে আউটের সিদ্ধান্ত দেন।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জয়সোয়াল। মাঠ ছাড়ার সময়ও তিনি কিছু মন্তব্য করেন। তবে শরফুদ্দৌলার এই সিদ্ধান্তকে সাহসী এবং সঠিক বলেছেন কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক আম্পায়ার সাইমন টফেল ।
রিকি পন্টিং বলেন, ‘তারা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করতে চায়, করুক। এটা স্পষ্ট যে বল গ্লাভসে লেগেছে। আমি মুহূর্তেই এটি ধরে ফেলেছিলাম, এবং জয়সোয়াল আসলে হাঁটতে শুরু করেছিল। স্নিকো এটি নিশ্চিত করতে পারেনি, তবে আম্পায়ার বলের গতিপথের পরিবর্তন দেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বল যেখানে গ্লাভসের শেষ প্রান্তে ছিল, সেখানে ফ্রিজ করেছেন। আমার দৃষ্টিকোণে এটি নিয়ে কোনো বিতর্ক নেই।’

আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টফেল বলেন, ‘তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। প্রযুক্তি প্রোটোকল অনুযায়ী আমাদের একটি রিডান্ডেন্সি হায়ারার্কি রয়েছে। যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাট থেকে বলের গতিপথের পরিবর্তন দেখেন, তখন অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই। এই স্পষ্ট ডিফ্লেকশনই যথেষ্ট প্রমাণ।’

পন্টিং এবং টফেল উভয়ই মনে করেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ স্নিকোর সীমাবদ্ধতার মাঝেও পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে, এই সিদ্ধান্ত সাহসিকতা ও অভিজ্ঞতার এক দুর্দান্ত উদাহরণ।



                    


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.