বিপিএল ২০২৫ শুরুর একদিন আগেই ঘোষণা করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নেতৃত্ব দিচ্ছে কারা কারা। আজ (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জানা যায় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক অলরাউন্ডার আরিফুল হক।
আজ (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে অলরাউন্ডার আরিফুল হককে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। গত বছর এই দলটির অধিনায়ক হিসেবে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার নেতৃত্ব না দিলেও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিয়েছিল। কিন্তু রাজনৈতিক কারণে এবার বিপিএলে খেলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা।
অন্যদিকে, একটি অনুষ্ঠানে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করে খুলনা টাইগার্স। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি।