× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা

স্পোর্টস ডেস্ক।

২৬ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কি না, তাও জানা যায়নি। তবে সাকিবের দেশের হয়ে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে মানছেন খালেদ মাহমুদ।

আজ (২৬ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকার হেড কোচ।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না সাকিব। যার ফলে বিপিএল আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দেশসেরা এই ক্রিকেটারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

দেশের হয়ে সাকিবের খেলতে না পারা নিয়ে সুজন বলেন, সাকিব বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা।

সাকিবের মাসের রাজনৈতিক ক্যারিয়ারকে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের থেকে বড় করে দেখাকে হতাশার বলে মনে করছেন সুজন। তার ভাষ্য, সে রাজনীতিতে যুক্ত হয়েছে। কতটুকু অপরাধ করেছে জানিনা। কিন্তু আমরা তার মাসের রাজনীতিকে ১৭ বছরের ক্যারিয়ারের থেকে বড় করে দেখা হচ্ছে, এটা হতাশার।

তিনি আরও বলেন, সাকিবের দলে না থাকা তরুণদের জন্য ধাক্কা। সে দলে থাকলে সবাই উজ্জীবিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.