× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এভাবে আসলে লাল বলের ক্রিকেটটা খেলতে হয়- জ্যোতি

স্পোর্টস ডেস্ক।

২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ এএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২৩ ডিসেম্বর) বাংলাদেশে প্রথমবারের মত শুরু হয়েছে নারীদের ৩ দিনের লংগার ভার্সনের  ক্রিকেট টুর্নামেন্ট উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ ২০২৪-২৫।। নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোন বনাম সেন্ট্রাল জোনের ম্যাচ দিয়ে গতকাল (২৩ ডিসেম্বর) মাঠে গড়ায়  উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ ২০২৪-২৫। সেন্ট্রাল জোনের হয়ে অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলে বাংলাদেশের নারী ক্রিকেটের লংগার ভার্সনে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে ইতিহাস গড়েছেন নিগার সুলতানা জ্যোতি।

প্রায় সারাদিন ব্যাটিং করে ২৫৬ বল খেলে ২০টি চারের সঙ্গে দুটি ছক্কা মেরেছেন জ্যোতি।

ম্যাচ শেষে জ্যোতি বলেন, 'আল্লাহ তা'য়ালার কাছে লাখ লাখ শুকরিয়া যে বড় একটা মাইলফলকের তৌফিক আমাকে দিয়েছেন। প্রথমবার তিন দিনের ম্যাচে সেঞ্চুরি করা... আমি আমার প্রক্রিয়ায় ছিলাম। সেটা বাস্তবায়ন করতে পেরে খুব খুশি।'

রোববার (২২ ডিসেম্বর) অনেকেই সেঞ্চুরি মিস করেছে অন্য ম্যাচে। মাঠ ছাড়ার সময় জানতে পারি, আমার ৮৫ রান হয়েছে। অনেকেই বলছিল, সেঞ্চুরি সম্ভব। আমিও চিন্তা করলাম, আরেকটু ধৈর্য্য নিয়ে ব্যাটিং করলে সেঞ্চুরি করা যাবে।'-যোগ করেন তিনি।

ফারজানা ও ইশমার ব্যাটিং থেকেই বড় ইনিংসের অনুপ্রেরণা পেয়েছেন জ্যোতি। তিনি বলেন, 'প্রথম ইনিংসে (ফারজানা হক) পিংকি আপু অনেক ধৈর্য্য নিয়ে ব্যাটিং করেছেন। ইশমা (তানজিম) খুব ভালো ব্যাটিং করছিল। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে, এভাবে আসলে (লাল বলের) ক্রিকেটটা খেলতে হয়। আমার তো একদমই অভিজ্ঞতা ছিল না।'


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.