আইরিশদের বিপক্ষে
হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে আজ টসে হেরে প্রথম ব্যাট করতে মাঠে নেমে বাংলাদেশ ২০ ওভার ৭
উইকেটে রান সংগ্রহ করে ১২৩। টাইগ্রেসদের মান বাছানোর লড়াইয়ে আইরিশ মেয়েরা লক্ষ্য পায় ১২৪ রানের।
ব্যাটিংয়ের শুরুটায় দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট হাতে মাঠে নামেন ওপেনিং জুটি সোবহানা
মোস্তারি ও মুরশিদা খাতুন। বিপরীতে ফইল্ডিংয়ে কঠিন অবস্থানে ছিল আইরিশ মেয়েরা।
টাইগ্রেস ব্যাটারদের
বলের ঝড়ো আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে আইরিশ প্রেসাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান
করেন সোবহানা মোস্তারি এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান পায় শারমিন আক্তার।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম
দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে
৪৭ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। আজকের ম্যাচটি মান বাঁচানোর লড়াই। অন্যদিকে সিরিজ
নিশ্চিত করা আইরিশ মেয়েরা আছেন ফুরফুরে মেজাজে।