× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল

যুবা টাইগারদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত

২৪ রানে নেই ২ উইকেট

স্পোর্টস ডেস্ক।

০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯ পিএম । আপডেটঃ ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আজ টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারতকে  ১৯৯ রানের টার্গেট দিয়েছে টাইগার যুবারা। মামুলি লক্ষ্যও তাড়া করতে নেমে ২৪ রানেই ২ উইকেট হারিয়েছে ভারত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে এদিন ভারতীয় যুবাদের বোলিংয়ে শুরু থেকেই হিমশিম খাচ্ছিলেন টাইগার ব্যাটাররা। প্রথম ৬ ওভারে আসে মাত্র ১৭ রান। সপ্তম ওভারের প্রথম বলেই ১৬ বল খেলে মাত্র ১ রান করে যুধাজিতের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকি।

আরেক ওপেনার জাওয়াদ আবরার এদিন ভাল খেলেও লম্বা করতে পারেননি ইনিংস। ৩৫ বল খেলে ২ চার ও ১ ছক্কায় করেন ২০ রান। পেসার চেতন শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার।

দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের রানের চাকা আরও স্লো হয়ে যায়। তাঁর সঙ্গে পড়তে থাকে নিয়মিত বিরতিতে উইকেট। ১৯ তম ওভারে বিদায় নেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। কিরান চোরমালের অফস্পিনে পরাস্ত হয়ে যুধাজিতের হাতে ক্যাচ তুলে এদিন মাত্র ১৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন আজিজুল হাকিম তামিম। 

৬৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগার যুবারা। এসময় দলের হাল ধরেন শিহাব জেমস এবং রিজান হাসান। এই দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলে ৬২ রান। এই জুটিতে ভর করে বড়  সংগ্রহের দিকে আগাচ্ছিল বাংলাদেশ। 

তবে বাদ সাধেন আয়ুশ মাত্রে। মাত্রে মাত্র ১ ওভার বোলিং করেই শিহাব জেমসের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন। জেমস এদিন করেছেন ৪০ রান। ৬৭ বল মোকাবেলায় এই ইনিংস খেলার পথে তিনি তিনটি চারের সঙ্গে একটি বিশাল ছক্কা হাঁকান। 

জেমসের বিদায়ের পর ক্রিজে এসে দেবাশিষ দেবা ১ রান করেই বিদায় নিলে, উইকেটরক্ষক ফরিদ হাসানের সঙ্গে লড়াই চালিয়ে যান রিজান। তবে সে লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১৫৫ রানে রিজান হোসেন বাঁহাতি স্পিনার হার্দিক রাজের বলে বোল্ড হন। ৩ রানের জন্য ফিফটি মিস করেন রিজান।

এরপর টেল এন্ডারদের নিয়ে লড়াই অব্যাহত রাখেন ফরিদ হাসান। একদম ৪৯তম ওভারে গিয়ে থামতে হয় এই ব্যাটারকে। তাঁর ৩৯ রানে মামুলি হলেও লড়াই করার মত পুঁজি পায় বাংলাদেশি যুবারা। টেল এন্ডারদের মধ্যে মারুফ মৃধা অপরাজিত থাকেন ১১ রান করে।

ভারতের বোলারদের মধ্যে এদিন স্পিনাররা সবচেয়ে সফল ছিলেন। পেসারদের মধ্যে শুধু যুধাজিতের বলে রান তুলতেই কষ্ট হয়ে গেছে বাংলাদেশি ব্যাটারদের। যুধাজিত গুহ, চেতন শর্মা, হার্দিক রাজ তুলে  নিয়েছেন ২টি করে উইকেট। কিরান চোরমালে, কার্তিকেয়া এবং মাত্রে ১টি করে উইকেট নিয়েছেন।

১৯৯ রানের লক্ষ্যে নেমে মাত্র ৪ রানেই প্রথম ওপেনারকে হারায় ভারত। আয়ুশ মাত্রেকে মাত্র ১ রানেই বোল্ড করেন পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে দলীয় ২৪ রানে দ্বিতীয় ওপেনারকে হারায় ভারত। বৈভব  সূর্য্যবংশী ৯ রান করে মারুফ মৃধার বলে জেমসের হাতে ক্যাচ তুলে বিদায় হওয়ার আগে করেন ৯ রান।

এরপর আন্দ্রে সিদ্ধার্থকে ফেরান অলরাউন্ডার রিজান হোসেন। ভারতের দলীয় রান তখন ৪৪। সিদ্ধার্থ  ২০ রান করে ইনিংস বড় করার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে ২০ রানেই তাকে থামতে হয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে ভারতীয় যুবারা।  



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.