আজ (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইঁয়েছে বাঘিনীরা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে আইরিশরা। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন লরা ডিলেইনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে ওরলা প্রেন্ডারগাস্টের ব্যাটে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ দুটি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন জাহানারা, সুমনা, এবং ফাহিমা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে প্রেন্ডারগাস্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সোবহানা মোস্তারী। প্রথম ম্যাচের মত এদিনও বেপরোয়া ব্যাট চালাতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। কিন্তু আজ আইরিশদের মধ্যে ছিলনা ক্যাচ মিসের মহড়া। ফলাফল, স্কোরবোর্ডে ২২ রান তুলতেই নেই ৪ উইকেট।
পঞ্চম উইকেট জুটিতে ৪৮ রান তুলে দলকে জেতার আশা জাগান দুই ব্যাটার শারমিন সুপ্তা এবং স্বর্ণা আকতার।
স্বর্ণাকে আউট করে বাংলাদেশের ম্যাচ জেতার আশার গুড়ে বালি ঢেলে দেন লরা ডিলেইনি। ৭০ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ মুহূর্তেই ৮৭ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন সুপ্তা।
আইরিশদের হয়ে এদিনও সর্বোচ্চ উইকেটশিকারী হন ওরলা প্রেন্ডারগাস্ট। ৩ ওভার ১ বল করে ১৩ রানে নিয়েছেন ৩ টি উইকেট। চমৎকার অলরাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরার পুরস্কারটাও ওঠে তারই হাতে।
এই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজে হাতছাড়া করল টাইগ্রেসরা।