× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিততে হলে টাইগ্রেসদের করতে হবে ১৩৫

স্পোর্টস ডেস্ক।

০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৭ ডিসেম্বর) নয়ানাভিরাম দৃশ্যের সমাহার পাহাড়ের কোলঘেঁষা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হেরে ০-১ এ পিছিয়ে থাকা টাইগ্রেসদের সিরিজে সমতা ফেরাতে করতে হবে ১৩৫ রান। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ ক্যাপ্টেন গ্যাবি লুইস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ ক্যাপ্টেন গ্যাবি লুইস। প্রথম ৬ ওভারে হাত চালিয়ে খেলার চেষ্টা করলেও টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৪ রান তুলতে সমর্থ হয় আয়ারল্যান্ড। 

টসে দুই দলের ক্যাপ্টেন।

পাওয়ারপ্লের একদম শেষে এসে নাহিদা আক্তারের স্পিনে পরাস্ত হন গ্যাবি লুইস। ৩ চারে ১৮ বলে ১৪ রান করেন তিনি। 

বল করছেন নাহিদা

নবম ওভারে জান্নাতুল সুমনার বলে এলবিডব্লিউ হওয়ার আগে অ্যামি হান্টার ২৩ বলে একহালি চারের মারে করেন ২৩ রান। 

এই দুই ওপেনার ভাল খেলার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। এদিকে আগেরদিন বল হাতে বাংলাদেশের ১২টা বাজানো প্রেন্ডারগাস্ট আজ ব্যাট হাতেও ভুগিয়েছেন। ৩ এ নেমে ২৫ বলে করেন ৩২ রান। তাঁর ইনিংসে তিনটি বাউন্ডারির সঙ্গে ছিল ১টি বিশাল ছক্কা। 

তবে বিপদ বেশি বাড়ানোর আগেই তাকে বিদায় করেন অভিজ্ঞ স্পিনার নাহিদা। 

এদিন আয়ারল্যান্ড বেশি না হারালেও ধীরগতিতে রান তুলছিল গোটা ইনিংসজুড়েই। এরমধ্যেই আগের দিনের ঘাতক লিয়া পল কে নিয়ে দলীয় সংগ্রহ বাড়াতে থাকেন লরা ডিলেইনি।

আগেরদিনের ম্যাচসেরা লিয়া পলকে আজ বেশি ঝামেলা করতে দেননি অভিজ্ঞ পেসার জাহানারা। স্লোয়িশ ডেলিভারিতে প্যাডেল সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন লিয়া। ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন তাজ নেহার।


ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন তাজ নেহার।

দারুণ এক ক্যাচ লুফে নেন তাজ নেহার

পাতানো ফাঁদে লিয়াকে আউট করে দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দেন জাহানারা।

উইকেট নিয়ে উদযাপনরত জাহানারা

১৯তম ওভারে আউট হওয়ার আগে ২৫ বলে ১৪০ স্ট্রাইকরেটে ৩৫ রান করেন লরা ডিলেইনি। ৪টি চার মেরে ফাহিমা খাতুনের বলে বোল্ড হয়ে ফেরার আগে দলকে লড়াই করার মত সংগ্রহ এনে দেন। 

ফাহিমার বলে বোল্ড লরা ডিলেইনি
 আউট হয়ে ফিরে যাচ্ছেন ডিলেইনি

বাংলাদেশের হয়ে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ২টি উইকেট। জাহানারা, সুমনা, এবং ফাহিমা নিয়েছেন একটি করে উইকেট। 






Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.