আজ (৭ ডিসেম্বর) গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে ৫৩ রানে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। এই টুর্নামেন্ট জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা হলো বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারের।
প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন ওপেনার সৌম্য। টুর্নামেন্টে দুটি ফিফটি করেছেন তিনি।
ফাইনাল ম্যাচে ব্যক্তিগতভাবে ৫৪ বলে ৭ টি চার ও ৫ টি ছক্কায় অপরাজিত ৮৬ রান সংগ্রহ করে ইনিংস সর্বোচ্চ রানের রেকর্ড করেন সৌম্য সরকার। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
এছাড়াও, ৫০ বল খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটও (১৪২.৪২) তাঁর। সর্বোচ্চ ব্যাটিং গড়ের (৪৭) রেকর্ডও করেন সৌম্য। টুর্নামেন্টের ৫ ম্যাচে সর্বোচ্চ ১৮৮ রান সংগ্রহ করেন তিনি।
সৌম্যের সাথে সাথে রংপুরকে দুর্দান্ত শুরু এনে দেন স্টিভেন টেইলর। রংপুর রাইডার্স দুজনের ঝড়ো ব্যাটিংয়ে রান পায় ১২৪। পরবর্তীতে ৪৯ বলে ৬৮ রান করে টেইলর মাঠ থেকে বিদায় নিলেও ব্যাট চালাতে থাকে সৌম্য।
সৌম্যের ব্যাটিং স্কোরেই বড় পুঁজি পায় রংপুর দল। যার ফলে ম্যাচ সেরা হয়েছেন তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল ও সিরিজসেরার পুরস্কার জেতার কীর্তি গড়েছেন টাইগার ওপেনার সৌম্য সরকার।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার। আগামীকাল (৮ ডিসেম্বর) প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগের ফর্ম ধরে রেখে এই ম্যাচেও সেরাটা দিতে চান সৌম্য।