আজ
(৭ ডিসেম্বর) নয়ানাভিরাম দৃশ্যের সমাহার পাহাড়ের কোলঘেঁষা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের মত এদিনও টস ভাগ্য
আইরিশদের হয়ে কথা বলেছে। আইরিশ
ক্যাপ্টেন গ্যাবি লুইস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম ম্যাচে
রেকর্ড ওপেনিং পার্টনারশিপ গড়েও হেরে যায় বাংলাদেশ। সেই দুঃসহ স্মৃতি ভুলে সিরিজে সমতা
ফেরাতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ
একাদশে এদিন আছে দু'টি পরিবর্তন। রিতু মনি এবং ফারিহা ইসলামের বদলে দলে সুযোগ পেয়েছেন
ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার।
আইরিশ শিবিরেও
এসেছে দু'টি পরিবর্তন। অ্যাভা ক্যানিং এবং উনা রেয়মন্ড-হোয়ির জায়গায় খেলবেন অ্যালানা
ড্যালজেল এবং রেবেকা স্টকেল।
বাংলাদেশ
একাদশঃ নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আখতার, জাহানারা আলম, রিতু মনি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, ফারিহা ইসলাম এবং জান্নাতুল ফেরদৌস।
আয়ারল্যান্ড
একাদশঃ গ্যাবি লুইস, অ্যাভা ক্যানিং, লরা ডিলেইনি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লিন কেলি, এইমি ম্যাগুয়্যার, ওরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, উনা রেমন্ড-হোয়ি এবং ফ্রেয়া সার্জেন্ট।