ছবিঃ সংগৃহীত।
যেখানে বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে গ্লোবাল সুপার লিগে অংশ নেওয়ার কথা ছিল বরিশাল ফরচুনসের সেখানে তাদের অনিচ্ছায় টুর্নামেন্টে নাম লেখায় রংপুর রাইডার্স! প্রথমে যেখানে খেলার কথাই ছিলনা সেখানে গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত গ্লোবাল সুপার সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হল নুরুল ইসলাম সোহানের রংপুর রাইডার্স।
আজ (৭ ডিসেম্বর)
বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হয় রংপুর রাইডার্স আর অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল ক্রিকেট
ভিক্টোরিয়ার মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন টস
জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।
দুই ওপেনার নেমেই করেন বাজিমাত। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলর আর সৌম্য সরকার ভিক্টোরিয়ার বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে ওপেনিং জুটিতে তুলে নেন ১২৪ রান। একহালি করে চার এবং ছক্কার মারে ৪৯ বলে ৬৮ রান করে স্বদেশী কারিমা গোরের বলে ওয়েলসের হাতে ক্যাচ তুলে বিদায় হন ইনিংসের ১৪তম ওভারে।
রংপুরের ইনিংস এদিন ছিল সৌম্যময়। বিসিবির ডাকে ফাইনালে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল যার সেই কিনা এদিন হলেন ম্যাচ জেতার মূল কারিগর। ৫৪ বল খেলে ৮৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ৫টি বিশাল ছক্কা!
দুই ওপেনারের বিস্ফোরক ইনিংসে রংপুরের আর কোনো ব্যাটারদের এদিন কষ্ট করতে হয়নি। নির্ধারিত ২০ ওভার শেষে ৩উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে তারা।
১৭৯ রানের
লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে ক্রিকেট ভিক্টোরিয়া। পাওয়ারপ্লের ৬ ওভারে
ওপেনার ব্লেকের উইকেট হারিয়ে তারা তোলে ৫৪ রান যেখানে রংপুর নিজেদের ব্যাটিং পাওয়ার
প্লেতে করেছিল ৪০।
দলীয় ৬৫ রানে জোনাথন ওয়েলসকে বোল্ড করেন যুক্তরাষ্ট্রের হারমীত সিং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্রিকেট ভিক্টোরিয়া। কিন্তু একপ্রান্ত আগলে রেখে রানরেটের গতিও ঊর্ধ্বমূখী রাখছিলেন আরেক ওপেনার জো ক্লার্ক।
ক্লার্ককে
ফেরানোর দায়িত্ব নেন শেখ মেহেদী। মেহেদীর দুর্দান্ত অফস্পিনে পরাস্ত হয়ে উইকেটের পেছনে
ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্লার্ক। যাবার আগে ২২ বল খেলে দলকে দিয়ে যান ৪০ রানের
ইনিংস।
ম্যাচের তখনো প্রায় অর্ধেকটাই বাকি থাকলেও এরপরই মূলত শেষ হয়ে যায় ভিক্টোরিয়ার আশা। দলীয় ৮৩ রানে ৫ উইকেট হারানোর পর বাকিরা মিলে স্কোরবোর্ডে যোগ করেন মোটে ৩৯ রান। এতে ১৯ তম ওভারেই ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। ৫৬ রানে ফাইনাল ম্যাচে জয় পায় রংপুর রাইডার্স।
চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন হারমীত সিং।
শেখ মেহেদীও কম যাননি। ২০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন এই অল-রাউন্ডার।
খরুচে বল করেও ২৬ রান দিয়ে ২ উইকেট নেন লেগি রিশাদ হোসেন।
৫ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইকরেট নিয়ে সৌম্য টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও বাগিয়ে নেন সৌম্য সরকার।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh