টানা দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক।
০৬ ডিসেম্বর ২০২৪, ২১:২৩ পিএম
ছবিঃ সংগৃহীত।
অনূর্ধ্ব-১৯
এশিয়া কাপের এবারের আসরে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে সেমিফাইনালে পৌঁছায় টাইগার যুবারা।
সেই দাপট অব্যাহত রেখে আজ (৬ ডিসেম্বর) সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
আজ (৬ ডিসেম্বর)
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি
হয় বাংলাদেশ ও পাকিস্তান। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
ব্যাটিংয়ে
নেমে দলীয় ৭ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। দুজনকেই ডাক মারার দুর্ভাগ্য বরণ করে
নিতে অগ্রগামী ভূমিকা পালন করেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।
শুরুতেই ২
উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। এরপর তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিয়াজুল্লাহ
ও সাইদ বেগের ৪২ রানের জুটিতে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন পাকিস্তানি যুবারা।
কিন্তু তখনই শুরু হয় ইমনের তান্ডব।
মুহূর্তের
মধ্যেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৭৯ রানে ৬ উইকেট হারালে ৭ম উইকেট জুটিতে
৩৪ রান তোলে পাকিস্তানি ব্যাটাররা। এতে দলের রান ১০০ পেরোয়।
দলীয় ১১৩
রানে ৩২ রান করে দেবাশিষ দেবার বলে ইমনের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদেয় হন ফারহান ইউসূফ।
এরপর আর ৩ রান যোগ করতেই বাকি তিন উইকেট হারায় পাকিস্তান। এতে মাত্র ১১৬ রানেই থেমে
যায় পাকিস্তানের ইনিংস। ফারহানের ঐ ৩২ রানই পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
টাইগার যুবা
বোলারদের মধ্যে পেসারদের দাপট আজ ছিল অন্যরকম। ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে ১ মেডেন দিয়ে
পাকিদের ৪ উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন। আরেক পেসার মারুফ মৃধা নিয়েছেন ২ ওপেনারের
উইকেট।
সহজ টার্গেটে
ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে বিদায় নেন দুই ওপেনার। এরপর পাকিস্তানি যুবাদের আর পাত্তা
দেননি অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং শিহাব জেমস।
টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে
৭ চার এবং ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আজিজুল হাকিম
তামিম। শিহাব জেমস করেন ৩৬ বলে ২৬ রান। তাঁর ইনিংসে ছিল ৪টি চারের মার।
দুর্দান্ত
বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নেন ইকবাল হোসেন ইমন।
আগামী রোববার
(৮ ডিসেম্বর) সকাল ১১টায় দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে
বাংলাদেশ ও ভারতের যুবারা।