আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের শতরানের জুটিতে চালকের আসনে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ওভারপ্রতি ৯ রানের বেশি তুলে ৫৫ রান করেন দুই ওপেনার সোবহানা মোস্তারি এবং দিলারা আখতার। ভয়ডরহীন ব্যাটিংয়ে এই ওপেনার রান তুলতে থাকলেও আইরিশদের ক্যাচ মিসের মহড়াকেও খানিকটা কৃতিত্ব দিতে হবে।
দলীয় ১০৩ রানে বাংলাদেশ নিজেদের প্রথম উইকেট হারায়। এর আগে বাংলাদেশ নারী দলের হয়ে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়ে বাংলাদেশ। এটিই টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে বাংলাদেশের একমাত্র শতরানের জুটি।
পেন্ডারগাস্টের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যাবার পথে সোবহানা মোস্তারীর চেহারায় স্পষ্ট হয় ফিফটি মিস করার হতাশা।