× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইগ্রেসদের ১৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দিল আইরিশরা

স্পোর্টস ডেস্ক।

০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১ পিএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৫ডিসেম্বর) পাহাড়ের কোলঘেঁষা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ ক্যাপ্টেন গ্যাবি লুইস। 

অধিনায়ক গ্যাবি লুইস এবং লিয়া পলের জোড়া অর্ধশতকে টাইগ্রেসদের জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে আইরিশ মেয়েরা। 

আইরিশদের শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন দলের সিনিয়র পেসার জাহানারা আলম। ওপেনার অ্যামি হান্টারকে বোল্ড করে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন এই অভিজ্ঞ পেসার। 

জাহানার বলে বোল্ড অ্যামি হান্টার


বল করছেন জাহানারা

এদিন আইরিশদের ব্যাটিং পাওয়ারপ্লেতে ৪ বোলার ব্যবহার করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলাফল ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান তুলতে সক্ষম হয় আইরিশরা।  

পাওয়ারপ্লে শেষে হাত চালিয়ে খেলতে শুরু করেন আইরিশ ব্যাটাররা। সপ্তম ওভারে দুই চার হজম করেন জান্নাতুল সুমনা। ওরলা প্রেন্ডারগাস্ট রান তুলতে হিমশিম খাচ্ছিলেন। দুটি চার মেরে একটু স্বস্তি ফিরলেও সেটি হজম হয়নি সুমনার। সেই ওভারেই বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান প্রেন্ডারগাস্টকে। 
তবে এরপর টাইগ্রেসদের বোলিং টা মাপা থাকলেও ফিল্ডিংয়ে গা-ছাড়া মনোভাব বাড়তি কয়েকটি বাউন্ডারি উপহার দেয় আইরিশদের। একপর্যায়ে বোলিং ফিল্ডিং দুই ডিপার্ট্মেন্টেই ধার হারাতে শুরু করে টাইগ্রেসরা। এতে সমানে হাত খুলে খেলতে থাকে গ্যাবি লুইস এবং লিয়া পল।

অধিনায়ক গ্যাবি লুইস ছক্কা মেরে টি টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১৩তম ফিফটি তুলে নেন। 

আইরিশ ক্যাপ্টেন গ্যাবি লুইস
 
আরেকপ্রান্তে টাইগ্রেস বোলারদের তুলোধুনো করে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি আদায় করে নেন লিয়া পল। 
 আইরিশ অলরাউন্ডার লিয়া পল
এই দুই ব্যাটার মিলে তৃতীয় উইকেট জুটিতে শতরানের পার্টানারশিপ গড়ে তোলেন। আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে ব্যক্তিগত ৬০ রানে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন ফারিহা। তবে ততক্ষণে টাইগ্রেসদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। স্কোরবোর্ডে উঠে গেছে ১৫৩ রান। 
প্রথম দশ ওভারে ৬.৭০ রান রেটে ৬৭ রান তোলেন আইরিশ ব্যাটাররা। শেষ দশ ওভারে সেখানে ওভারপ্রতি ১০.০২ রানরেটে এসেছে ১০২ রান। শুরুতে মাপা বোলিং করলেও লাইন লেংথ ধরে রাখতে পারেননি বাংলাদেশি বোলাররা। তার সঙ্গে ছিল ক্যাচ মিস, ফিল্ডিং মিস এবং রান আউট মিসের মহড়া। এতেই লড়াইয়ের জন্য বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ৪৫ বল খেলে ১০ চার এবং ২ ছক্কায় শেষ পর্যন্ত ৭৯ রানে অপরাজিত থাকেন লিয়া পল।
অপরাজিত লিয়া পল
  বাংলাদেশি বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন, জাহানারা, ফারিহা, সুমনা এবং নাহিদা আক্তার।  

 

বাংলাদেশ একাদশঃ নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আখতার, জাহানারা আলম, রিতু মনি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, ফারিহা ইসলাম এবং জান্নাতুল ফেরদৌস।

 

আয়ারল্যান্ড একাদশঃ গ্যাবি লুইস, অ্যাভা ক্যানিং, লরা ডিলেইনি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লিন কেলি, এইমি ম্যাগুয়্যার, ওরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, উনা রেমন্ড-হোয়ি এবং ফ্রেয়া সার্জেন্ট। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.