০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬ পিএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪ পিএম
ছবিঃ সংগৃহীত।
আজ (৫ডিসেম্বর)
পাহাড়ের কোলঘেঁষা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
নারী দলের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত
নিয়েছেন আইরিশ ক্যাপ্টেন গ্যাবি লুইস।
তবে আইরিশদের শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন দলের সিনিয়র পেসার জাহানারা আলম। ওপেনার অ্যামি হান্টারকে বোল্ড করে আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন এই অভিজ্ঞ পেসার।
এদিন আইরিশদের ব্যাটিং পাওয়ারপ্লেতে ৪ বোলার ব্যবহার করেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলাফল ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান তুলতে সক্ষম হয় আইরিশরা।
পাওয়ারপ্লে শেষে হাত চালিয়ে খেলতে শুরু করেন আইরিশ ব্যাটাররা। সপ্তম ওভারে দুই চার হজম করেন জান্নাতুল সুমনা। ওরলা প্রেন্ডারগাস্ট রান তুলতে হিমশিম খাচ্ছিলেন। দুটি চার মেরে একটু স্বস্তি ফিরলেও সেটি হজম হয়নি সুমনার। সেই ওভারেই বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান প্রেন্ডারগাস্টকে।
তবে এরপর টাইগ্রেসদের বোলিং টা মাপা থাকলেও ফিল্ডিংয়ে গা-ছাড়া মনোভাব বাড়তি কয়েকটি বাউন্ডারি উপহার দেয় আইরিশদের। একপর্যায়ে বোলিং ফিল্ডিং দুই ডিপার্ট্মেন্টেই ধার হারাতে শুরু করে টাইগ্রেসরা। এতে সমানে হাত খুলে খেলতে থাকে গ্যাবি লুইস এবং লিয়া পল। অধিনায়ক গ্যাবি লুইস ছক্কা মেরে নিজের ফিফটি তুলে নেন।
আরেকপ্রান্তে টাইগ্রেস বোলারদের তুলোধুনো করে ফিফটি আদায় করে নেন লিয়া পলও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই দুজন মিলে শতরানের পার্টনারশিপ গড়েছেন।
বাংলাদেশ
একাদশঃনিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আখতার, জাহানারা আলম, রিতু মনি,
সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহার, ফারিহা ইসলাম এবং জান্নাতুল
ফেরদৌস।