× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবা হলেন ফিজ

স্পোর্টস ডেস্ক।

০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে তিনি খেলবেন না। এরই মাঝে সুখবরটা দিয়েই দিলেন তিনি। প্রথমবারের মত বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন ফিজ। জন্ম দিয়েছেন ফুটফুটে এক পুত্র সন্তানের।

আজ (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে সুখবরটা নিজেই দিয়েছেন এই কাটার মাস্টার। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।


প্রসঙ্গত মুস্তাফিজুর রহমান, ২০১৯ সালের ২৩ মার্চ নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.