× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরাজের নেতৃত্বে ওয়ানডে দল ঘোষণা

বাদ সাকিব-শান্ত!

স্পোর্টস ডেস্ক।

০২ ডিসেম্বর ২০২৪, ১৭:২২ পিএম । আপডেটঃ ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত

আগামী রবিবার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। আজ কিছুটা চমক দিয়েই আসন্ন এই সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 


নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটের কারণে ট্যাস্ট সিরিজ থেকে যেমন ছিটকে পড়েছেন, তেমনি ওয়ানডে সিরিজেও তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। তবে তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।


বাংলাদেশি এই অলরাউন্ডার এবার প্রথমবারের মতো ওয়ানডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন। নাজমুলের অনুপস্থিতিতে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন তিনি।


অন্যদিকে, দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থাতে নেই বলে সাকিব আল হাসানকে দলে রাখেননি বিসিবি। ইনজুরির কারণে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকও নেই এই দলে। একই কারণে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়েরও দলে ফেরা হয়নি।


উল্লেখ্য, এক বছর পর ওয়ানডে ফরম্যাটে খেলবেন বাঁহাতি ক্রিকেটার আফিফ হোসেন দ্রুব। ২০২৩ সালে সর্বশেষ জাতীয় দলে একদিনের ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

 

বাংলাদেশ একাদশ দল  

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.