যমজ সন্তানের
বাবা হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার অলরাউন্ডার ফাহিম আশরাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে
প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারের বাবা।
ক্রিকেটারের
ভক্তদের এই আনন্দের খবর দিয়ে তিনি লিখেন, ‘পরিবারের যমজ নাতিদের পেয়ে আমরা আনন্দিত।
মা এবং বাচ্চারা সুস্থ আছে।‘
পাকিস্তান জাতীয়
দলের নিয়মিত ক্রিকেটার ফাহিম আশরাফ গত বছরের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর
যমজ সন্তানের খবর পেয়ে তাঁকে অভিন্দন জানিয়েছে ভক্তকূল ও সতীর্থরা।
আন্তার্জাতিক
ক্রিকেটে ২০১৭ সালের জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে নিজের ক্যারিয়ার
শুরু করেন ফাহিম আশরাফ। এরপর দলের অন্যতম অলরাউন্ডার হিসিবে নিজেকে প্রতিষ্ঠিত করেন
এই ৩০ বছর বয়সী ক্রিকেটার।