আজ (১ ডিসেম্বর)
দুবাই এশিয়া কাপের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নেমেছে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ-নেপাল দল। টস
জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলনেতা আজিজুল হাকিম তামিম। গত শুক্রবার
(২৯ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাট-বলের পারফরম্যানসে ৫০ ওভার ৪৫ রানে
আফগানিস্তনকে হারিয়ে জয়ী হয় বাংলাদেশ দল।
টস হেরে ব্যাট
করতে মাঠে নেমে ৪৫ ওভার ৪ বলে অল আউট হয়ে ১৪১ রান সংগ্রহ করে নেপাল ক্রিকেট দল। নেপালিরা
১৪২ রানের টার্গেট দেয় বাংলাদেশকে।
টস জিতে বল
করতে মাঠে নেমে অধিনায়ক তামিমের আস্থার প্রতিদান দেন টাইগার বোলাররা।
ইনিংসের ষষ্ঠ
ওভারেই নেপালি ব্যাটিং শিবিরে প্রথম আঘাত হানেন ডান হাতি পেসার আল ফাহাদ। ৫ ওভার ৫
বলে সাদ ইসলামের বলে ফারদিন হাসানকে ক্যাচ দিয়ে ১২ বলে ৪ রান করে সাঁজঘরে ফিরে যায়
মায়ান যাদব। মিডল অর্ডারে এসে আকাশ ত্রিপাঠীকে সঙ্গ দেন উত্তম মাগার।
উত্তম মাগার
মাঠে নামার ৩ ওভার পরেই ২৩ ওভার ৬ বলে ইনিংস সর্বোচ্চ ৭৭ বলে ৪৩ রান সংগ্রহ করে আল
ফাহাদের বলের আঘাতে মাঠ থেকে ফিরে যান ওপেনার আকাশ ত্রীপাঠী। ভেঙ্গে যায় উত্তম মাগার
ও আকাশ ত্রিপাঠীর জুটি।
এরপর টানা ম্যাচ
আগলে রেখে ৪২ ওভার ১ বলে ২৯ রান করে আউট হয়ে যায় উত্তম মাগার। শেষ পর্যন্ত ম্যাচ
চালিয়ে নেন অভিষেক তিওয়ারি ও নেপালি অধিনায়ক হেমন্ত ধামি। ৪৫ ওভারে তৃতীয় সর্বোচ্চ
৩৫ বলে ২৯ রান করে মাঠ থেকে বিদায় নেন অভিষেক তিওয়ারি।
বাংলাদেশের
হয়ে ২ উইকেট করে পেয়েছে আল ফাহাদ, ইকবাল হোসাইন ইমন ও রিজান হোসেন। এছাড়া ১ টি করে
উইকেট পেয়েছে সাদ ইসলাম, রাফিউজ্জামান রাফি এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম।