× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিএল মাস্কট উন্মোচন

নারী বিপিএল ভাবনায় বিসিবির ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক।

০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭ পিএম । আপডেটঃ ০১ ডিসেম্বর ২০২৪, ২০:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বিপিএল একটি ব্যাতিক্রমধর্মী খেলা। মূলত ৭ টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আয়োজন করা হয় বিপিএল। যেখানে ফ্র্যাঞ্চাইজি দলগুলো বিশ্বের অন্যান্য দেশের সেরা ক্রিকেটারদের হায়ার করে খেলান

ভারত, অস্ট্রেলিয়া অনেক আগে থেকেই নারী-পুরুষ উভয় ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে। ২০২৩ থেকে ভারতে হয়ে আসছে উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নামে মেয়েদের আইপিল। দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশে চলছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। তবে সেটা শুধু ছেলেদের ক্রিকেটেই হচ্ছে। 

নারী ক্রিকেট অধিনায়ক জ্যোতি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে মেয়েদের জন্য বিপিএল টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করেছিলেন। তবে তখন পাপন জ্যোতিদের আশ্বস্ত দিলেও সেটা বাস্তবে রুপান্তর হয়নি।

আজ (১ ডিসেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫’ এই শিরোনামে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসিবির সভাপতিসহ টি-টোয়েন্টি ক্রিকেট অধিনায়ক নাজমুল হাসান শান্ত, নারী ক্রিকেট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশে থাকা বেশির ভাগ ক্রিকেট তারকারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত সভাপতি ফারুক আহমেদকে কাছে পেয়েই নিগার সুলতানা জ্যোতি আবদার করে বসেন, যেন তাঁদের জন্য একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হয়।

পাঁচ তারকা হোটেলে জ্যোতির আবদারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন সভাপতি ফারুক আহমেদ। মেয়েদের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের ইঙ্গিত দেন বিসিবি সভাপতি। তিনি নারী ক্রিকেটারদের টুর্নামেন্ট আয়োজন করতে বিভিন্ন পরামর্শও দেন সেখানে। দল তৈরি করতে হলে খেলোয়াড় পাওয়া যাবে কিনা, সে বিষয়টিও জানতে চেয়েছেন ফারুক আহমেদ।

তবে খুব দ্রুতই বাংলাদেশে দেখা যাবে নারী বিপিএল, যদি বিসিবি সভাপতি ফারুকের কথা বাস্তবে রুপদান করা হয়।

এই অনুষ্ঠানেই ২০২৪-২০২৫ বিপিএলের মাস্কট উন্মোচন করা হয়েছে। এবারের বিপিএলের মাস্কট পায়রার ‘ডানা-৩৬’। এটি ডিজাইন করা হয়েছে সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে।

এই পায়রার মাস্কটটি ক্রিকেট সংস্কৃতির একটি মূল প্রতিপাদ্য বিষয় এবং খেলাধুলার একটি অপরিহার্য  অংশ। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যের প্রতিফলন ঘটায়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.