× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক ম্যাচ হাতে রেখেই টাইগ্রেসদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক।

৩০ নভেম্বর ২০২৪, ১৮:১০ পিএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৪, ১৮:১২ পিএম

ছবিঃ সংগৃহীত

টাইগ্রেসরা দেশের মাঠে খেলা মানেই আনন্দউল্লাস। ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ৫ উইকেটে আইরিশদের হারিয়ে দূর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাঘিনীরা। এতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২ ম্যাচে জয় পেয়ে সিরজ নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

আজ আয়ারল্যান্ড দলের সিরিজ বাঁচানোর জন্য শেষ সুযোগ ছিল। তাই টস জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে আইরিশ মেয়েরা। বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্যও দেয় এই সফরকারীরা। ৩৫ রানের মধ্যে ওপেনার জুটি মাঠ থেকে বিদায় নিলেও দলটির অধিনায়ক ও উইকেটকিপার অ্যামি হান্টার তিনে নেমে সর্বোচ্চ রান করেন ৬৮।

১৯৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি পায় ১৫ রান। ১৬ রান ৬ বলে মাঠ থেকে সাঁজঘরে ফিরে যায় মুর্শিদা খাতুন। তারপর প্রথম ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা জুটি গড়েন।

এরই মধ্যে দ্বিতীয়বারের টানা হাফ সেঞ্চুরি করেন ফারজানা হক। বিপক্ষ দলের লরা ডেলেনির বলে গ্যাবি লুইসের হাতে ক্যাচ দিয়ে ৮৯ বলে ৫০ রান করে আউট হন তিনি। এরপরই ৮৫ রানে ভেঙ্গে যায় ফারজানা-সুপ্তার জুটি।

দুই ওভারএর পর ৬৩ বলে ৪৩ রানে আউট হয়ে যান সুপ্তাও। আভা ক্যানিংয়ের বলে অ্যামি হান্টারের কাছে ক্যাচ দেন তিনি। সোবহানা মোস্তারির ১৬ রানে আউট হয়ে যাওয়ার পর ১২৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে যায় বাংলাদেশ দল।

শেষ সময়ে ২৯ বলে ২৯ রান করে বাংলাদেশকে জয়ের প্রান্তে পৌঁছে দেয় অপরাজিত স্বর্ণা আক্তার। এদিকে আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুই উইকে পায় লরা ডেলানি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.