লামিনে ইয়ামাল
যা করেন তাই ইতিহাস, যা কিছু পান তাই রেকর্ড। বার্সেলোনার ১৭ বছর বয়সী এই ফুটবলার খেলার মাঠে পুরষ্কার অর্জনে বেশ কিছু কৃতিত্বের রেকর্ড গড়েন।
এরই মধ্যে বার্সার ১৯
নম্বর জার্সিধারী এই কিশোর তারকা রেকর্ড গড়লেন ‘গোন্ডেন বয়’ হয়ে। সবচেয়ে কম বয়সী
খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরষ্কার জিতেছেন তিনি। স্বাভাবিকভাবে ২১ বছর বা এর
কম বয়সী ফুটবলারদের এই পুরষ্কারটি দেওয়া হয়।
তবে পুরষ্কারটি
২১ বছরের কম বয়সী ফুটবলারদের জন্য হলেও ইয়ামালের মতো ১৭ বছর চার মাস বয়সে এর আগে আর
কেউ পায়নি। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০, যার মধ্যে ৪৮৮ ভোট-ই পেয়েছেন ইয়ামাল।
লামিনে ইয়ামাল সংবাদমাধ্যমকে বলেন, “এই ট্রফিটি পাওয়া সম্মানের
ব্যাপার। এটি সত্যিকারের স্বপ্ন এবং আমি এটি পেয়ে অনেক খুশি। আমি টুট্টোস্পোর্ট ও জুরিদের
ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ দিতে চাই বার্সেলোনা ও স্প্যালিশ জাতীয় দলের আমার সতীর্থ
এবং কোচ স্টাফদের।“
ইতালির ক্রীড়া
সংবাদমাধ্যম টুট্টোস্পোর্ট ‘গোল্ডেন বয়’ পুরষ্কারটি দিয়ে থাকে। এতে ইউরোপের শীর্ষস্থানীয়
সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা ভোট প্রদান করেন। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের
মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ
বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।