× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুদ্ধশ্বাস লড়াইয়ে সুপার ওভারে হারল রংপুর রাইডার্স

গ্লোবার সুপার লিগ

স্পোর্টস ডেস্ক।

২৮ নভেম্বর ২০২৪, ১৩:২২ পিএম । আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৪, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ রীতিমতো জেতা ম্যাচ বিপক্ষ দলের হাতে তুলে দেয়, এ আর নতুন কিছু নয়। যেহেতু গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স বাংলাদেশেরই দল, তবে তাঁরা কেন আলাদা হবে? বলা যায়, গতকাল (২৭ নভেম্বর) গায়ানায় গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচটা হ্যাম্পশায়ারকে উপহারই দিয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স।

মাঠে মেহেদী হাসান মিরাজসহ, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের ব্যাটিং ব্যর্থতায়ও মূল ম্যাচ টাই হওয়ায় খেলা গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত।

রংপুরের দেওয়া ১৩ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই জিতে যায় হ্যাম্পশায়ার হুকস। সেখানে সুপার ওভারে অধিনায়ক নুরুল হাসান সোহানের আস্থাভাজন হয়ে বল করতে মাঠে নামে বিদেশি জ্যাক চ্যাপেল। প্রথম বলেই চ্যাপেলকে হজম করতে হয় ছক্কা। এরপর শেষ দুই বলে যখন বিপক্ষ দলের ৫ রানের প্রয়োজন, তখন পঞ্চম বলে এই পেসারকে আরও একটি ছক্কা হজম করিয়ে জয় দিয়ে ম্যাচ শেষ করেন লিয়াম ডসন।

এর আগে টস জিতে ব্যাট হাতে মাঠে নেমে হ্যাম্পশায়ার। ২০ ওভারে অলআউট হয় ১৩২ রাণ সংগ্রহ করে হ্যাম্পশায়ার।

জবাব দিতে ১৩৩ রানের লক্ষ্যে মাঠে নেমে সূচনাটা ভালোই করছেন ওপেনার জুটি স্টিভেন টেলর ও সৌম্য সরকার। প্রতি ওভারে রান করেছেন ১০ করে। পঞ্চম ওভারে ১২ বলে ২০ রান করে মাঠ থেকে বিদায় নেন টেলর। এরপর দলের হয়ে ২০ বলএ ২৭ রান করে ফিরে যান সৌম্যও।

উদ্বোধনী জুটি মাঠ থেকে ফেরার পরই গতি কমে যায় রংপুর রাইডার্সের। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে রান সংগ্রহ করেন ২৪ এবং খুশদিন শাহ করেন ২০ বলে ২৫ রান। ২০ ওভার ৮ উইকেটে ১৩২ রানে থামে রংপুর।

উল্লেখ্য, আগামী শুক্রবার (১ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে লড়বে রংপুর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.