× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘিনীদের ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয়

স্পোর্টস ডেস্ক।

২৭ নভেম্বর ২০২৪, ১৬:০০ পিএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৭ নভেম্বর) আয়ারল্যান্ডের সাথে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলার বাঘিনীরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে ম্যাচের ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়। দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেই রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছিলেন দলের ব্যাটিংয়ের দৃশ্যমান সমস্যা দূর করতে তিনি আশাবাদী। সেই আশা পূরণ করেছেন আজ ব্যাটাররা।


ওপেনিংয়ে নেমে ৫৯ রানের জুটি গড়েন ফারজানা হক এবং মুরশিদা খাতুন। মিরপুরের স্লো উইকেটে ধীরে সুস্থে খেলছিলেন এই দুই ওপেনার। আইরিশ পেসার লরা ডিলেইনির শিকার হয়ে ৬১ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুরশিদা।

এরপর ক্রিজে এসেই আইরিশ বোলারদের বেধড়ক পিটুনির ওপর রাখেন শারমিন আখতার সুপ্তা। আরেকপ্রান্তে ধরে খেলছিলেন ওপেনার ফারজানা। দুইজনই অর্ধশতক তুলে নিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান তোলে বাংলাদেশ। একপর্যায়ে ১১০ বলে ৬১ রান করে বিদেয় হন ওপেনার ফারজানা। তার ইনিংসে ছিল ৪টি চারের মার।

ফারজানার বিদায়ের পর শারমিনকে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেটে শারমিনকে নিয়ে ৬১ রানের জুটি গড়ে ফ্রেয়া সার্জেন্টের বলে পরাস্ত হন টাইগ্রেস অধিনায়ক। ৩ চারে ২৮ বল খেলে ২৮ রান করেন তিনি।


তিনে ব্যাট করতে নেমে ব্যাট চালিয়ে খেলে শারমিন আখতার সুপ্তা নিজের প্রথম সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু শতক থেকে মাত্র ৪ রান দূরে থেকে টাইগ্রেসদের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ায়নডে সেঞ্চুরি করারর সুযোগ মিস করলেন শারমিন। এই সেঞ্চুরি পেলে টাইগ্রেসদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও গড়তে পারতেন এই ব্যাটার। কিন্তু সেই আশার গুড়ে বালি দিয়েছেন আইরিশ পেসার ফ্রেয়া সার্জেন্ট।


শেষদিকে বিশাল এক ছক্কায় ৯ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আখতার এবং আরেকপ্রান্তে ৫ রান করে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারি।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দু'টি উইকেট নিয়েছেন ফ্রেয়া সার্জেন্ট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আইরিশরা। তৃতীয় ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দেন পেসার মারুফা। ১০ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে সেই জুটি ভাঙেন নাহিদা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েদের ইনিংস। ওপেনার সারাহ ফোর্বস সর্বোচ্চ ২৫ রান করেন। আইরিশ অধিনায়ক লরা ডিলেইনি করেন ২২ রান।


টাইগার বোলারদের মধ্যে শুরুতে মারুফা তুলে নেন দু'টি উইকেট। মিরপুরের স্পিন বান্ধব উইকেটে ৩টি করে উইকেট ঝুলিতে পোরেন সুলতানা খাতুন ও নাহিদা আখতার। বাকি দুটি রান আউট করেছেন স্বর্ণা আখতার।

দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৬ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সারমিন আখতার সুপ্তা।

দারুণ ব্যাটিংয়ে আজ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দলের দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ২৫২ রানের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের নভেম্বরে ২৫০ রান ছিল টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


রানের হিসাবেও এটি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ১১৯ রানের জয় তুলে নিয়েছিল গত নভেম্বরে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ২৫০ রান করা সেই ম্যাচেই। আজকের আগে সেটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানের জয়।

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচেই ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে আইরিশদের ভালমতই স্বাগত জানিয়েছে টাইগ্রেসরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। চলমান এই প্রতিযোগিতার পয়েন্ট টেবিলের ভিত্তিতে নির্ধারিত হবে কোন দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে।

 

 

 

 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.