ছবিঃ সংগৃহীত
আজ (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪ টায় সৌদি আরবের জেদ্দায় দুই দিন ব্যাপী আইপিএল-এর মেগা নিলাম শুরু হতে যাচ্ছে। সরাসরি নিলাম সম্প্রচার করবে স্টার স্পোর্টস। এই মেগা নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছেন মোট ৫৭৭ জন ক্রিকেটার। যার মধ্য থেকে সর্বোচ্চ ২০৪ জনকে কিনতে পারবে ১০ টি ফ্র্যাঞ্চাইজি দল। প্রত্যেকটি দল সর্বোচ্চ খরচ করতে পারবে ৬৪১.৫ কোটি রুপি (৯০৭.৪৬ টাকা)।
যারা নিলামে উঠবেন
এই নিলামের আগে দলগুলোকে সর্বোচ্চ ৬ জন পুরোনো খেলোয়াড় ধরে রাখার নিয়ম করা হয়। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন ও সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে।
নিলামে ১৫৭৪ ক্রিকেটার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ৫৭৭ জন তালিকায় স্থান পেয়েছে। এরমধ্যে ভারতীয় তারকা ৩৬৭ জন আর বিদেশি ২১০ জন।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সাকিব ও মুস্তাফিজসহ মোট ১২ জন ক্রিকেটার রয়েছে। অন্যদিকে সর্বমোট ৩৮ জন রয়েছে ইংল্যান্ডের, ৩৭ জন অস্ট্রেলিয়ার, ৩১ জন দক্ষিণ আফ্রিকার, ২৪ জন নিউজিল্যান্ডের, ২২ জন ওয়েস্ট ইন্ডিজের, ১৯ জন শ্রীলঙ্কার, ১৮ জন আফগানিস্তানের, ৩ জিম্বাবুয়ের, ২ জন আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের এবং ১ জন আছেন স্কটল্যান্ডের।
যে ক্রিকেটাররা নিলামের আগেই দল পেয়েছে
এর মধ্যে নিলামের নিয়ম অনুযায়ী আগেই কয়েকজন ক্রিকেটার দল পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েছেন রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হার্ষিত রানা (৪ কোটি) ও রমনদীপ সিং (৪ কোটি)।
রাজস্থান রয়্যালসে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি) ও সন্দীপ শর্মা (৪ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদে প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি) ও ট্রাভিস হেডসহ (১৪ কোটি) মোট পাঁচ জন স্থান পেয়েছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সে স্থান পেয়েছেন জাসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫), রোহিত শর্মা (১৬.৩০) ও তিলক ভার্মা (৮ কোটি)।
চেন্নাই সুপার কিংসে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবাম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি) ও মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি) জায়গা করে নিয়েছেন।
গুজরাট টাইটান্সে স্থান পেয়েছেন রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি) ও শাহরুখ খান (৪ কোটি)।
লখনৌ সুপার জায়ান্টসে নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি) ও আয়ুশ বাদোনিসহ (৪ কোটি) এই পাঁচ জন নিজের স্থান করে নিয়েছেন।
দিল্লি ক্যাপিটালসে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোরেল (৪ কোটি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসে রয়েছে যথাক্রমে বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি) এবং শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)।
বাংলাদেশি ১২ জনের মধ্যে ভাগ্য খুলছে কার কার?
টাইগার্সদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন- লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মেহেদী, তানজিম, হাসান ও রানা।
এবারের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দিকেই। সাকিব আল হাসানের মতো আইপিএলে তারও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। শেষবার আইপিএলে চেন্নাই কিংসের হয়ে খেলেছিলেন ফিজ। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল তার পকেটে।
২০১৬ সালে সানরাইজার্সের হয়ে আইপিএল শিরোপা জয়ে মুস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মোট ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি। কাটার মাস্টার ফিজের বোলিংয়ে ধার কিছুটা কমে আসলেও ফ্র্যাঞ্চাইজি ম্যাচগুলো আগ্রহ দেখাতে পারে।
তবে দল পাওয়ার ক্ষেত্রে সাকিবের ভাগ্যে কিছুটা ধোঁয়াশা রয়েছে। যদিও বল হাতে চলমান আবুধাবি টি-টেনে কিছুটা ছন্দে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশ থেকে এবার তাসকিন আহমেদেরও চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবার অনেকে লেগ স্পিনার রিশাদের সম্ভাবনা দেখছেন। যদিও রিশাদ গত ভারত সফরে মোটেও ভালো করতে পারেননি। ৩ ম্যাচে ৩টি উইকেট পেয়েছেন, প্রতি ওভারে রান দিয়েছেন ১৪.১১ করে।
কোনো দলের যদি আগ্রহ না থাকে তাহলে নিলামের টেবিলেই ওঠানো হবে না ক্রিকেটারদের নাম। এই জায়গাটায়ও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। মূলত নতুন ধরণের অ্যাক্সিলারেটেড অকশনের কারণেই এমন হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh