অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার মিকাইল লুই বলেছিলেন এই উইকেটে তাদের লক্ষ্য থাকবে ৪০০ এর বেশি রান করা। তবে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই উইকেট খুঁইয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। হাসান মাহমুদের ইনসুইঙ্গারে পরাস্ত হন উইকেট কিপার-ব্যাটার ডি সিলভা। আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নেন সিলভা।
তবে রিভিউ কাজে আসেনি। স্টেডিয়ামের বিগ স্ক্রিনে আউটের ঘোষণা এলে হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সিলভাকে।
৮৭ তম ওভারে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। এবার আলজারি জোসেফের লিডিং এজ উড়ে গিয়ে লুফে নেন গালিতে থাকা জাকির হাসান।
এতে ২৬১ রানে ৭ উইকেট হারিয়ে ৪০০ রান করার স্বপ্ন ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে উইন্ডিজের জন্য।
অ্যান্টিগায় চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। গতকাল (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিয়মিত অধিনায়ক শান্ত'র ইঞ্জুরির কারণে অধিনায়কত্ব পাওয়া মেহেদি হাসান মিরাজ।
প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে উইন্ডিজ ব্যাটাররা।