× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাসরি বিশ্বকাপে খেলার ভরসা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ১৯:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত

এবারের নারী-ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ভারতের মাঠে। বিশ্বকাপের এই আসরে সরাসরি খেলার জন্য বাংলাদেশ দলের অনেক কষ্ট পোহাতে হবে। 

সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আইসিসির ওয়ানডে সুপার লিগের ছয়টি ম্যাচই জিততে হবে বাংলার ভাগিনীদের। এর মধ্যে বাংলাদেশ দল ঘরের মাঠে খেলবে ৩ ম্যাচ এবং বাকি ৩ ম্যাচ খেলবে বিদেশের মাটিতে। 

বাংলাদেশের মেয়েরা ঘরের মাঠে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর বিদেশে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কঠিন সমীকরণের মধ্যে থাকেলও আপাতত বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতেই লড়াই করবে। এমনটিই জানালেন বাংলাদেশ দলের উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার।

আজ (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়। টাইটেল স্পনসর হিসেবে থাকবে সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। 

এই সংবাদ সম্মেলনে বাশার বলেন, ‘আমাদের বিশ্বকাপের আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয় ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট সরাসরি বিশ্বকাপে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের মেয়েরা।‘

এছাড়া, আয়ারল্যান্ডের বিপক্ষে এখন যেহেতু সিরিজ, তাই এই সিরিজে ভালো কিছুর আশাই করছেন বাংলাদেশ নারী দলের প্রধান  নিগার সুলতানা জ্যোতি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.