× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৭ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ১৯:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত

আগামীকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল নভেম্বর-ডিসেম্বর শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেতে যাচ্ছে। 

ঠিক এর একদিন আগে গতকাল (১৯ নভেম্বর) এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের এই স্কোয়াডে স্থান পেয়েছে ৩ লেগ স্পিনার। মূল দলের অতিরিক্ত হিসেবে আরও চার ক্রিকেটারকে রাখা হয়েছে। 

এই সফরের প্রধান কোচের দায়িত্বে থাকবেন বিসেবের গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আব্দুল করিম জুয়েল। বাংলাদেশে সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেনও কোচিং প্যানেলে আছেন। 

আগামী শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হবে ৫০ ওভারের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর। ওয়ানডে সিরিজ শেষে ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম টেস্ট ম্যাচ। ৭ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। সিরিজ শেষে বাংলাদেশ দল ৯ ডিসেম্বর দেশে ফিরবে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল : ফেরদৌস কবির, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আবদুল্লাহ আল মুহি, আদৃত ঘোষ, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, আহসানুল হক মাহিম, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই : আহসানুল মুমিন, ফাইয়াজ রহমান, মোবাসশির ইসলাম মুনেম ও কাওসার আহমেদ।    

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.