× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেব্রুয়ারিতে হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ১৯:৩৪ পিএম । আপডেটঃ ২০ নভেম্বর ২০২৪, ১৯:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের একটি সভায় মেয়েদের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টি ফেব্রুয়ারির ১১ তারিখ থেকেই শুরু হয়ে শেষ হবে ১৯ তারিখ।

এদিকে, আজকের অনুষ্ঠানেই ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ আয়োজক দেশও চূড়ান্ত হয়েছে। ভারতে ২2০২৫ সালের ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ আসরটি অনুষ্ঠিত হবে। 

চলতি বছরের শুরুতে ঢাকায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চার দেশের অংশগ্রহণে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরাই চ্যাম্পিয়ন হয়েছিল।

বাফুফের তথ্যসূত্রে যানা যায়, শুধু মাত্র মেয়েদের বয়সভিত্তিক সাফই নয়। বাংলাদেশ ২০২৬ নারী সাফও আয়োজন করতে চায়। ইতোমধ্যে তারা সব ধরনের পরিকল্পনা শুরু করেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.