× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাপনের গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর ২০২৪, ২০:৪৩ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৪, ২০:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা উইন্ডোর ২০২৪ সালের শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করল স্বাগতকরা। আজ (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে সফরকারী মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ।

এ বছর বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল আটটি ম্যাচ খেলে জিতেছে দু'টিতে। এই আট ম্যাচের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বাকি চারটি প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ভূটানের বিপক্ষে আর একটি জয় এসেছে আজ মালদ্বীপের বিরুদ্ধে।

এদিন ম্যাচে প্রথম গোলটি করে মালদ্বীপ। ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার তপু বর্মণ ফরোয়ার্ড পাস করতে ভুল করেন। তার বাড়ানো বল মালদ্বীপের মিডফিল্ডার ইব্রাহীম হোসেন পান। তিনি বক্সের মধ্যে থ্রু ঠেলেন আলী ফাসিরের উদ্দেশ্যে। দক্ষ ফরোয়ার্ড ফাসির বাংলাদেশের দুই ডিফেন্ডারের মাঝ থেকে বল জালের উদ্দেশ্যে ঠেলেন। আগুয়ান গোলরক্ষক মিতুল মারমার পক্ষে এই আক্রমণ থামানোর কোনো উপায় ছিল না।

৪২ মিনিটে বাংলাদেশকে সমতা এনে দেন মজিবুর রহমান জনি। বক্সের বাইরে বল পেয়ে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে এক পা থেকে আরেক পায়ে বল নেয়ায় ডিফেন্ডাররা বিভ্রান্তে পড়েন। সেই মুহুর্তে কোনাকুনি শট নেন জনি। মালদ্বীপের গোলরক্ষক ডাইভ দিলেও জনির গোল থামাতে পারেননি।

জনির সমতা ফেরানো গোল।

ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত সমতা থাকা অবস্থায় সবাই হয়তো ভাবছিল বছরটা ড্র দিয়েই শেষ করতে হবে বাংলাদেশের। রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বদলি ফুটবলার পাপন সিং জয়সূচক গোল করেন। বাম প্রান্ত থেকে বাড়ানো বলে বক্সের মধ্যে বল পান পাপন। ঠান্ডা মাথায় পাপন শট নিয়ে মালদ্বীপ গোলরক্ষককে পরাস্ত করলে গ্যালারীতে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।

পাপন সিংয়ের জয়সূচক গোল। 

তবে এ বছর আট ম্যাচে বাংলাদেশ মাত্র ৩ গোল করতে পেরেছে। এতেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফরোয়ার্ডদের দৈন্যদশা স্পষ্ট হয়।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.