× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর ২০২৪, ২০:১১ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৪, ২০:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করা হয়েছে। এটি নিয়ে তৈরি একটি বিজ্ঞাপনে  বাংলাদেশকেও রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল (১৫নভেম্বর) এএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে আছেন মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, ম্যাক আলিস্টারসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। ভিডিওর ৪৮-৪৯ সেকেন্ডে দেখানো হয় বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সেই ভিডিও। বড় স্ক্রিনের সামনে আর্জেন্টিনার গোল উদ্‌যাপন করছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। স্পষ্টতই, বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ সম্মানের ব্যাপারও এটি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

এছাড়াও বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবার লাল-সবুজের বাংলাদেশকে আরও একবার চমক দিয়েছে আর্জেন্টাইনরা।

এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে মেসিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.