× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউয়েফা নেশন্স কাপ

রোনালদোর বিশ্বরেকর্ডের ম্যাচে শেষ আটে পর্তুগাল

ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর ২০২৪, ১৩:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টা ৪৫-এ  উয়েফা নেশন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। পর্তুগিজ 'গোট' ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সফরকারীদের ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা।

এই ম্যাচে পিঠের ইনজুরির কারণে পর্তুগালের বিপক্ষে খেলতে পারেননি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডস্কি।

৫৮ মিনিট পর্যন্ত দু'দল গোলশূণ্য ছিল। ৫৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন রাফায়েল লিও। এতে পর্তুগাল এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর পোল্যান্ডের জ্যাকব কিউওর হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্তর দেন রেফারি।

শেষ দিকে ৮ মিনিটের ব্যবধানে ৩ গোল করে পর্তুগাল। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা। ৮৩ মিনিটে নেটো পেদ্রোর গোল ও ৮৭ মিনিটে রোনালদোর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে পোল্যান্ডের জাল কাঁপলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

৮৮ মিনিটে পোল্যান্ডের স্বান্তনার গোল করেন ডমিনিক। এতে ৫-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল।

গ্রুপ পর্বের ৫ ম্যাচে কোনো হার ছাড়াই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। তিনে ও চারে থাকা পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট ৪ করে।

এই জয় দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নেন রোনালদো। পর্তুগালের জার্সিতে রোনালদোর জয় এখন ১৩২টি। ছাড়িয়ে গেলেন তিনি দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে।

৮৭ মিনিটে রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল কিক। ছবিঃ সংগৃহীত।

'বুড়ো' ক্রিস্টিয়ানো রোনালদো যে ফুরিয়ে যাননি তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন । বাইসাইকেল কিক, পেনাল্টিতে পানেনকা শট, দুই গোল এবং এক অ্যাসিস্ট, অন্যান্য ফুটবলারদের জন্য এক স্বপ্নের ম্যাচ হলেও পর্তুগিজ উইঙ্গারের জন্য এ যেন শুধুই আরেকটি ম্যাচ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.