এই ম্যাচে
পিঠের ইনজুরির কারণে পর্তুগালের বিপক্ষে খেলতে পারেননি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ
গোলদাতা রবার্ট লেভানডস্কি।
৫৮ মিনিট
পর্যন্ত দু'দল গোলশূণ্য ছিল। ৫৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন রাফায়েল লিও। এতে পর্তুগাল
এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে
স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর পোল্যান্ডের জ্যাকব কিউওর হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্তর
দেন রেফারি।
শেষ দিকে
৮ মিনিটের ব্যবধানে ৩ গোল করে পর্তুগাল। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান
৩-০ করে স্বাগতিকরা। ৮৩ মিনিটে নেটো পেদ্রোর গোল ও ৮৭ মিনিটে রোনালদোর চোখ ধাঁধানো
বাইসাইকেল কিকে পোল্যান্ডের জাল কাঁপলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।
৮৮ মিনিটে
পোল্যান্ডের স্বান্তনার গোল করেন ডমিনিক। এতে ৫-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল।
গ্রুপ পর্বের
৫ ম্যাচে কোনো হার ছাড়াই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট
নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। তিনে ও চারে থাকা পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট ৪ করে।
'বুড়ো' ক্রিস্টিয়ানো
রোনালদো যে ফুরিয়ে যাননি তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন । বাইসাইকেল কিক,
পেনাল্টিতে পানেনকা শট, দুই গোল এবং এক অ্যাসিস্ট, অন্যান্য ফুটবলারদের জন্য এক স্বপ্নের
ম্যাচ হলেও পর্তুগিজ উইঙ্গারের জন্য এ যেন শুধুই আরেকটি ম্যাচ।