× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশি

খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও

ডেস্ক রিপোর্ট

০৮ নভেম্বর ২০২৪, ২২:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

শারজায় আফগানিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে চোটের পরেই গুঞ্জন ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাও দেখা যেতে পারে এই উইকেটকিপার ব্যাটারকে। এবার ঘোষণা এলো পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন মুশফিক। শুধু তাই নয় এই চোটের কারণে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২২ নভেম্বর) শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক।

অভিজ্ঞ ক্রিকেটারের ছিটকে যাওয়া নিয়ে দ্বিতীয় ওয়ানডের আগে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। আজ (৮ নভেম্বর) দুবাইতে গণমাধ্যমে মিরাজ বলেন, 'মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক ব্যাপার। ইনজুরি হয়েছে, মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।'

আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে না থাকার বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।

মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।

ক্যারিবীয় ট্যুরে টেস্ট ছাড়াও তিন ওয়ানডে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যার শুরুটা হবে টেস্ট সিরিজ দিয়ে। সুস্থ হয়ে উঠলে ওয়ানডেতে খেলতে পারেন মুশফিক।

 

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.