× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শতরানের জুটি ভাঙলেন ফিজ

ডেস্ক রিপোর্ট

০৬ নভেম্বর ২০২৪, ১৯:২০ পিএম । আপডেটঃ ০৬ নভেম্বর ২০২৪, ১৯:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ টাইগার পেসারদের দাপটে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। চারে নেমে হাশমতুল্লাহ শহিদি একপাশ ধরে রেখে খেলছিলেন। গুলবাদিনের বিদায়ের পরে দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার মোহাম্মদ নবীকে নিয়ে গড়েন  শতরানের পার্টনারশিপ। মোহাম্মদ নবী এদিন বিশাল দুটি ছক্কায় বল স্টেডিয়ামের বাইরে পাঠান। হাশমতুল্লাহ কিন্তু দেখেশুনে খেলছিলেন। আফগান ভক্তরা যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল তখন আবারও  দুঃস্বপ্নের মত হানা দেয় মুস্তাজির রহমান। অর্ধশতক পূরণ করার কিছুক্ষন পরেই ফিজের বলে বোল্ড হয়ে গেলে ভেঙে যায় ১০৪ রানের পার্টনারশিপ।

আজ (৬ নভেম্বর) বাংলাদেশ বনাম আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে এদিন স্কোয়াডে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় ওভারেই দারুণ এক আউট স্যুইংয়ে আফগান ওপেনার রহনাতুল্লাহ গুরবাজকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়া তাসকিনের ফুল লেন্থ ডেলিভারির  বলে ড্রাইভ খেলতে গিয়ে কিপার মুশফিকের হাতে ধরা পড়েন রহমানুল্লাহ গুরবাজ। 

অষ্টম ওভারের দ্বিতীয় বলেই আবারও আফগান দুর্গে টাইগার পেসারদের আঘাত। এবার মুস্তাফিজ ম্যাজিকে পরাস্ত রহমত শাহ। কিছু বুঝে ওঠার আগেই ব্যাটের কানায় ছুঁয়ে বল চলে যায় মুশির বিশ্বস্ত গ্লাভসে।দশম ওভারে মারাত্মক এক ইনসুইঙ্গারে সিদিকুল্লাহ আতাল এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে গেলে ক্রিজে আসেন আজমাতুল্লাহ ওমারজাই। তবে তিনি টিকেছেন মোটে তিন বল। ডাক মেরে বিদায় হওয়ার আগে একই ফরম্যাটে বলে খোঁচা মেরে মুশফিকের হাতে পৌঁছে দেন ওমারজাই। 

ফিজ ম্যাজিকে আফগান টপ অর্ডারে ধ্বস নামার পর ক্যাপ্টেন হাশমতউল্লাহ শহিদিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হার্ডহিটার গুলবাদিন নাইব। ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে সাবধানে খেলছিল অভিজ্ঞ এই দুই ব্যাটার। বাজে বলকে বাউন্ডারি লাইনে পাঠিয়ে ধীরে ধীরে গড়ে তুলছিল সুন্দর একটি পার্টনারশিপ। তবে এদিন শুরু থেকেই টাইগার পেসারদের সামলাতে হিমশিম খাচ্ছিল আফগানরা। তাই হাশমতউল্লাহ আর গুলবাদিনের পার্টনারশিপ বেশিদুর এগুতে পারেনি। তাসকিনের শর্ট বলে গুলবাদিন সজোরে ব্যাট চালালে শর্ট মিড উইকেটে আরামসে ক্যাচ লুফে নেন তানজিদ হাসান তামিম। 

আফগানদের হয়ে এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ নবী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.