আজ (৬ নভেম্বর) বাংলাদেশ বনাম আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে এদিন স্কোয়াডে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় ওভারেই দারুণ এক আউট স্যুইংয়ে আফগান ওপেনার রহনাতুল্লাহ গুরবাজকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়া তাসকিনের ফুল লেন্থ ডেলিভারির বলে ড্রাইভ খেলতে গিয়ে কিপার মুশফিকের হাতে ধরা পড়েন রহমানুল্লাহ গুরবাজ।
অষ্টম ওভারের দ্বিতীয় বলেই আবারও আফগান দুর্গে টাইগার পেসারদের আঘাত। এবার মুস্তাফিজ ম্যাজিকে পরাস্ত রহমত শাহ। কিছু বুঝে ওঠার আগেই ব্যাটের কানায় ছুঁয়ে বল চলে যায় মুশির বিশ্বস্ত গ্লাভসে।
দশম ওভারে মারাত্মক এক ইনসুইঙ্গারে সিদিকুল্লাহ আতাল এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে গেলে ক্রিজে আসেন আজমাতুল্লাহ ওমারজাই। তবে তিনি টিকেছেন মোটে তিন বল। ডাক মেরে বিদায় হওয়ার আগে একই ফরম্যাটে বলে খোঁচা মেরে মুশফিকের হাতে পৌঁছে দেন ওমারজাই।
দুই ওভারের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে আফগান টপ অর্ডারে ধ্বস নামিয়েছেন মুস্তাফিজুর রহমান।