সংযুক্ত
আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে আজ (৬ নভেম্বর) থেকে শুরু
হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে
বাংলাদেশ সময় বিকেল চারটায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই সিরিজের
মধ্য দিয়ে ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।
চোটের কারণে
সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে
সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। তিন পেসার (তাসকিন আহমেদ, মুস্তাফিজুর
রহমান ও শরিফুল ইসলাম) নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার
রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ
একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান
একাদশ: সিদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএম গজানফর, নাঙ্গেলিয়া খারোতে, ফজল হক ফারুকি।