× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টসে জিতে ব্যাটিংয়ে আফগানরা

ডেস্ক রিপোর্ট

০৬ নভেম্বর ২০২৪, ১৬:০৯ পিএম । আপডেটঃ ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে আজ (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল চারটায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই সিরিজের মধ্য দিয়ে ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। তিন পেসার (তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম) নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: সিদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএম গজানফর, নাঙ্গেলিয়া খারোতে, ফজল হক ফারুকি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.