ইপিএলের ম্যানচেস্টার ডার্বি, কিংবা লা-লিগার মাদ্রিদ ডার্বির মত অত জনপ্রিয় নয় কাতালান ডার্বি। কিন্তু ডার্বি মানেই কিন্তু স্টেডিয়ামে দর্শকদের বাড়তি উত্তেজনা। লা-লিগার রবিবারের (৩ নভেম্বর) খেলায় সিটি রাইভাল এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দানি ওলমোর জোড়া গোলে লা-লিগার ২০২৪-২৫ সিজনে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১১টি জয় তুলে নিয়ে উড়ছে বার্সা।
বার্সেলোনার সময়টা যাচ্ছে দারুণ। সপ্তাহখানেক আগেই এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে এক হালি গোল দিয়ে রিয়ালভক্তদের মুখে চুনকালি মেরে দিয়েছে। তার ঠিক ৩ দিন আগেই (২৪ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকেও এক হালি গোল উপহার দেয় বার্সা।
রবিবার (৩ নভেম্বর) এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে কাতালান ডার্বিতে বার্সেলোনার মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এস্পানিওল। জিরোনোর বিপক্ষে খেলতে নেমে চোট পেয়ে মাসখানেক বেঞ্চে বসে কাটিয়েছেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো। ইনজুরি থেকে ফিরেই গর্জে উঠলেন তিনি।
খেলার ১২ মিনিটেই রাইট উইং থেকে লামিন ইয়ামালের চমৎকার এক ক্রস বেন্ড করে ওলমোর কছে পৌঁছলে, ওলমো একটু দেরিতে দৌড়ে এসে সরাসরি শটে ম্যাচের প্রথম গোলটি তুলে নেন। এস্পানিওল কিপার পড়িমড়ি চেষ্টায় বলে হাত ছোঁয়াতে পারলেও সেটি পোস্টে লেগে আরামসে জাল খুঁজে নেয়।
ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া খেলার ২৩ মিনিটে ব্যবধান বাড়ান। কাসাডো উঠিয়ে মারা এক শট নিলে রাফিনিয়া রাইট উইং থেকে দৌড়ে এসে এস্পানিওল কিপার জোয়ান গার্সিয়ার আগেই বল নাগালে পেয়ে যান, এরপর আলতো ছোঁয়ায় শুধু বল জালে জড়ানোর কাজটা সেরে নেয়া বাকি ছিলো।
দ্রুতই এস্পানিওলের ম্যাচে ফেরার আভাস পাওয়া যায়। ২৭ মিনিটে তারা নিজেদের প্রথম গোলটি করলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্যামেরায় দেখা যায় সেটি অফসাইড ছিল।
৩১ মিনিটে আবারো দানি ওলমোর আঘাত। এবারে লেফটব্যাক আলেহান্দ্রো দূর থেকে শট নিলে ডি বক্সের কাছেই থাকা ওলমো ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি করে।
৩১ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গেলে সবাই আজকে ভেবেছিল আজকে হয়তো গোলবন্যা বইবে লুইস কোম্পানিস স্টেডিয়ামে। তবে আর কোনো গোল না হলেও পুরো খেলা জুড়েই ছিল বার্সার আধিপত্য। ৭৮ শতাংশ পজেশন রেখে সম্পন্ন করেছে ৭৬১টি সফল পাস।
এস্পানিওলের হয়ে ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন অধিনায়ক জাভি।
যোগ করা অতিরিক্ত ২ মিনিটে বার্সার সামনে আবারো একহালি গোলের সুযোগ আসলেও সেটি অফসাইড ঘোষণা করে রেফারি।
লা-লিগায় এবারের সিজনের ‘ফেবারিট’ বার্সেলোনা ১২ ম্যাচে ৪০ গোল করে ১১ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ১১ ম্যাচে ৭ জয় নিয়ে দুই’য়ে আছে রিয়াল মাদ্রিদ। তিন এ আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লিগের এখনও অর্ধেকেরও বেশি বাকি। যদিও গোলসংখ্যায় বার্সার ধারে কাছেও নেই কোন দল।