× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই যুগ পর নিজ দেশে ধবলধোলাই ভারত

কামাল সিদ্দিকী বাবু

০৩ নভেম্বর ২০২৪, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গৌতম গম্ভীরের সামনে অস্বস্তির মেঘ জমা হয়েছে। প্রথমে সফরকারিরা সিরিজ জিতে নিয়ে সেই মেঘ অনেকটাই কালো করে দিল। এরপর বাকি ছিল হোয়াইটওয়াশ।  গৌতম গম্ভীর  রোহিত শর্মা আর কেহলি মিলে সেটি আটকানোর ছক তৈরি করলেন। রিশভ পন্থে নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করলেন। বলা যেতে পারে সফরকারী ১১ জনের বিরুদ্ধে একাই বুক চেতিয়ে পন্থের লড়াই দিনশেষে সেটিও ব্যর্থ হলো। ভারতের ধবল ধোলাই কোন তন্ত্রমন্ত্রে আটকানো যায়নি। যে নিউজিল্যান্ড রাবনের লঙ্কার কাছে কোন প্রতিরোধ গড়ে তুলতে না পেরে সিরিজ খুঁইয়েছে সেই কিউইরা রামের দেশে বিজয় অর্জন করে সারা বিশ্বকে চমকে দিয়েছে। দেশের মাটিতে ভারতীয় দলের এমন কঙ্কালসার অবস্থা দেখেছিল দুই যুগ আগে। হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত। অবাক ক্রিকেট বিশ্ব এমনটিও ঘটতে পারে! এদিকে হোয়াইট ওয়াশ হয়ে ভারত এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুয়ে নেমে গেছে। সামনের আসনে বসেছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্থ। প্রথম দল হিসেবে তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে নিউজিল্যান্ড ধবলধোলাই করতে পারবে, নাকি পন্থ ভারতকে বাঁচিয়ে দেবেন, আলোচনা চলছিল তা নিয়ে। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে একটা পর্যায়ে গিয়ে তো লড়াইটা হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড বনাম পন্থ।

‘১১ বনাম ১ জনের’ সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে নিউজিল্যান্ডেরই। ভারতকে ২৫ রানে হারিয়ে করেছে ধবলধোলাই। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম।
মুম্বাই টেস্টে নিউজিল্যান্ড জিতেছে, এটা যেমন ঠিক, ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান পন্থও যে হারেননি, ঠিক সেটাও। গতকাল মুম্বাইয়ের ‘মৃত্যুকূপ’-এ পন্থ যে ইনিংসটি খেলেছেন, সেটা বিবেচনা করলে আর যা–ই হোক, তাঁকে পরাজিতদের দলে রাখা যায় না। পন্থ আসলে কী করেছেন? তিনি যা করেছেন, এই মুহূর্তে দুনিয়ায় খুব কম ক্রিকেটারই আছেন, যা তাঁরা করতে পারেন।

কিন্তু খেলাটা যখন সংখ্যার, পরিস্থিতি বোঝাতে পরিসংখ্যান টানতেই হয়। ১৪৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পন্থ যখন উইকেটে আসেন, ভারতের রান ৩ উইকেটে ১৮। হঠাৎ স্কোরটা হয়ে যায় ৫ উইকেটে ২৯ রান। পন্থ উইকেটে আসার আগে ভারত হারায় রোহিত, কোহলি ও গিলের উইকেট। আর পন্ত আসার পর দ্রুতই চলে যেতে দেখেন জয়সোয়াল ও সরফরাজকে। কোহলির মতো অভিজ্ঞ এক ব্যাটসম্যান তো টেস্ট ক্যারিয়ারেই প্রথম ঘরের মাঠে টানা দুই ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হলেন।

অবিশ্বাসের সঙ্গে মাথা নাড়তে নাড়তে ধীর পদক্ষেপে মাঠের বাইরে চলে যান পন্থ। মুম্বাইয়ের ওয়াংখেড়ের গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। দৃশ্যটি দেখে যে কারোরই মনে হবে—সব আশার সমাধি হয়ে গেছে! আসলেই যে পন্তের বিদায় ভারতীয়দের মুম্বাই টেস্ট জয়ের সব আশা শেষ হয়ে গিয়েছিল!

সেটার কারণ তো খেলার পরবর্তীই অংশেই রচিত হয়েছে। পন্থের আউটের সময় ভারতের প্রয়োজন ছিল আরও ৪০ রান, নিউজিল্যান্ডের ৩ উইকেট। ওয়াশিংটন সুন্দর চেষ্টাও করেছিলেন। কিন্তু অমন উইকেটে কাজটা সহজ ছিল না। শেষ পর্যন্ত তিনি পারেনওনি। শেষ ব্যাটসম্যান হিসেবে ১২ রানে আউট হয়ে ফিরেছেন সুন্দর। ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো কোনো দল ১৫০ রানের কম সংগ্রহ ডিফেন্ড করে টেস্ট জিতল।
পন্থ-বন্দনা করতে গিয়ে নিউজিল্যান্ডের এই দলটির কৃতিত্বকে উপেক্ষা করার সুযোগ নেই। এই সিরিজে তাদের সেরা ক্রিকেটার কেইন উইলিয়ামসন ছিলেন না। পুনে টেস্টের ম্যাচসেরা মিচেল স্যান্টনারও ছিলেন না মুম্বাইয়ে। এরপরও ভারতকে তাদের মাটিতে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়ে হারানো অনেকটাই অবিশ্বাস্য!

অবিশ্বাস্য এই অর্জনে সবচেয়ে বড় অবদান এই ম্যাচের সেরা এজাজ প্যাটেল আর সিরিজের সেরা ব্যাটসম্যান উইল ইয়াং। মুম্বাই টেস্টে ১১ উইকেট নিয়েছেন প্যাটেল। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিলেন ৬ উইকেট। এই টেস্টের আগে মুম্বাইয়ে খেলা সর্বশেষ টেস্টেও ১৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। এই সিরিজে উইকেট নিয়েছেন ১৫টি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.