ওমানকে হারিয়ে
হংকং সিক্সেস টুর্নামেন্টে শুভসূচনা পেয়েছিল বাংলাদেশ। একই দিনে গ্রুপ পর্বের দ্বিতীয়
ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হেরেও ‘ডি' গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার এইটে উঠতে
সক্ষম হয়েছে বাংলাদেশ।
দিনের প্রথম
ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল। আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে
১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান।
ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচে
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জিসান আলম ও ইয়াসির আলী।
ওপেনিং জুটি থেকেই আসে ৩৬ রান। ইয়াসির
২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। জিসান ১২ বলে ৫৫
রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর মধ্যে ৮টিই
ছিল ছক্কার মার। আর একটি চার।
এরপর
১২ বলে ৫৫ রান করেছেন
মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ৭টি ছক্কা ও ৩টি চারে।
আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান করে
অপরাজিত ছিলেন।
টুর্নামেন্টের
নিয়মনুযায়ী হাফ সেঞ্চুরির পর দলের ব্যাটারকে
উঠে যেতে হয়। ফলে জিসান ও সাইফউদ্দিন হাফ
সেঞ্চুরির পর আর ব্যাট
করতে পারেননি। তারা রিটায়ার্ড হার্ট হয়ে অন্যদের সুযোগ দিয়েছেন।
বল
হাতেও এই ম্যাচে সফল ছিলেন তরুণ জিসান। দলের হয়ে ২টি উইকেট নেন তিনি। তাছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার
একটি করে উইকেট শিকার করেছেন।
অপরদিকে নিজেদের
দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। ৬ ওভারে ১০৮ রান তাড়া করতে
নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ও জিসান আলমের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি করতে
পারেনি বাংলাদেশ।