ছবিঃ সংগৃহীত।
আজ (৩১ অক্টোবর)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দুই ম্যাচ
টেস্ট সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিনে ইনিংস ও ২৭৩ রানের ব্যাবধানে হেরেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে তিন সেঞ্চুরিতে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে।
জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে টাইগাররা।
দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও সেই চিরাচরিত ব্যাটিং ব্যার্থতায় ১৪৩ রানে থেমে যায় বাংলাদেশের
রানের চাকা। টাইগারদের লজ্জাজনক এই হারে ২-০ ব্যবধানে সিরিজ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা।
বাংলাদেশের প্রথম ইনিংস যেন একট ফোন নম্বর। তিন ব্যাটারের রান বাদ দিলে বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এরমধ্যে জ্বলজ্বল করে তাকিয়ে আছে তিনটি ডাক।
আজ
সকালে ব্যাটিংয়ে নেমে আগের দিনের চেয়ে দ্রুত উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন টাইগার ব্যাটাররা। গতকাল বাংলাদেশ ৯ ওভার খেলে
৩৮ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। আজ
সকালে দশম ওভার থেকে ১৫তম ওভারের মধ্যে, মানে মাত্র চার ওভার তিন বল খেলে ১০
রান যোগ করে সাজঘরে ফিরেছেন আরও চার ব্যাটার।
টাইগার
ব্যাটারদের মধ্যে ৭ ব্যাটার ১০
বলও টিকতে পারেননি। এদিকে প্রথম ইনিংসে ৫২ ওভারের বেশি
বল করা তাইজুল ব্যাট হাতে ৯৫ বল খেলেছেন।
বাকিরা প্যাড-গার্ড-হেলমেট পরে মাঠে নামতে যে সময়টা নিয়েছেন
ততটুকু সময়ও যদি ক্রিজে থাকতেন, হয়তো রানটা আরেকটু বাড়তে পারত।
তবে
একপ্রান্তে ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন মমিনুল। নবম উইকেট তাইজুলকে নিয়ে গড়েন ১০৩ রানের জুঁটি। তবে ব্যাক্তিগত ৮২ রানে মমিনুল
বিদায় নিলে ৩০ রান করে
তাইজুলও ফিরে যান। এতে ফলো অনে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে যেন শুধু টেলিভিশনে চেহারা দেখাতে নেমেছিলেন ব্যাটাররা। টপ অর্ডার যথারীতি ব্যর্থ। ওপেনার জয় প্রথম ইনিংসে করেছিলেন ১০ রান। এবার ১ রান অন্তত বেশি করে নিজের বাড়তি চেষ্টার প্রমাণ রেখে গেছেন। প্রথম ইনিংসে ৮২ রান করে লজ্জার হাত থেকে বাঁচানো মমিনুল এবার মেরেছেন ডাক।
ক্যাপ্টেন শান্ত ব্যাটিং ব্যার্থতা কাটিয়ে দলের হাল ধরার চেষ্টা করলেও ৩৬ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে।
দলের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট প্লেয়ার মুশফিক এই ম্যাচে দলের জন্য কিছুই করতে পারেননি। প্রথম ইনিংসে ডাক মেরে এবারে করেছিলেন মোটে ২ রান। মিরাজও এই টেস্টে ছিলেন ব্যর্থ।
৯৪ রানে ৮ উইকেট হারিয়ে টাইগাররা যখন ব্যাগ গোছাচ্ছিল, ক্রিজে তখন হাসান মাহমদুকে নিয়ে কিছুক্ষণ লড়াই করেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। তবে সে লড়াই বেশিক্ষণ টেকেনি। দুজনই হারের ব্যবধান কমাতে হাত চালিয়ে খেলছিলেন। কেশব মহারাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে রাবাদার হাতে ধরা পড়েন মাহিদুল। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি ২৯ রান করেন। এদিকে ৩০ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন টাইগার পেসার হাসান মাহমুদ। নিশ্চিত হারের আগে চারটি বিশাল ছক্কায় দর্শকদের কিছুটা বিনোদন দেন শেষ মুহূর্তে।
প্রথম ইনিংসে প্রোটিয়া পেসাররা টাইগারদের ৭ উইকেট তুলে নিলেও দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন দুই স্পিনার কেশব মহারাজ ও মাথুসামি। মহারাজ তুলে নিয়েছেন ফাইফার। মাথুসামি নিয়েছেন ৪ উইকেট।
ম্যাচসেরার পুরস্কার ওঠে প্রথম ইনিংসে ১৭৭ রানের দারুণ এক ইনিংস খেলা টনি ডি জর্জির হাতে।
আর দুই ম্যাচে সর্বমোট ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন কাগিসো রাবাদা।
এই নিয়ে ৯ বারের মত প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস পরাজয় ঘটল বাংলাদেশের। আর দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh