আজ (৩১ অক্টোবর)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দুই ম্যাচ
টেস্ট সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিনের খেলা। গতকাল দ্বিতীয় দিনের শেষদিকে বাংলাদেশি
ব্যাটাররা নেমেই মাত্র ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে দিনের খেলা শেষ করেছিল।
আজ সকালে নেমেও টাইগার হেটারদের হতাশ করেননি বাংলাদেশি ব্যাটাররা।
স্কোরবোর্ডের
দিকে তাকালে মনে হবে বাংলাদেশের প্রথম ইনিংস যেন একট ফোন নম্বর। তিন ব্যাটারের রান
বাদ দিলে বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এরমধ্যে জ্বলজ্বল করে তাকিয়ে আছে
তিনটি ডাক।
আজ সকালে
ব্যাটিংয়ে নেমে আগের দিনের চেয়ে দ্রুত উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন
টাইগার ব্যাটাররা। গতকাল বাংলাদেশ ৯ ওভার খেলে ৩৮ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। আজ সকালে
দশম ওভার থেকে ১৫তম ওভারের মধ্যে, মানে মাত্র চার ওভার তিন বল খেলে ১০ রান যোগ করে
সাজঘরে ফিরেছেন আরও চার ব্যাটার।
টাইগার ব্যাটারদের
মধ্যে ৭ ব্যাটার ১০ বলও টিকতে পারেননি। এদিকে প্রথম ইনিংসে ৫২ ওভারের বেশি বল করা তাইজুল
৯৫ বল খেলেছেন। বাকিরা প্যাড-গার্ড-হেলমেট পরে মাঠে নামতে যে সময়টা নিয়েছেন ততটুকু
সময়ও যদি ক্রিজে থাকতেন, হয়তো রানটা আরেকটু বাড়তে পারত।
তবে একপ্রান্তে
ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন মমিনুল। নবম উইকেট তাইজুলকে নিয়ে গড়েন ১০৩ রানের জুঁটি। তবে ব্যাক্তিগত
৮২ রানে মমিনুল বিদায় নিলে ৩০ রান করে তাইজুলও ফিরে যান। এতে ফলো অনে পড়ে বাংলাদেশ।
তবে ভারতের
মত সখ্যতা দেখায়নি এবার দক্ষিণ আফ্রিকা। আর কত? তাই ভারতের মত আবার ব্যাটিংয়ে না নেমে
ফলো অনে ফেলে টাইগারদের আবারও ব্যাট করতে নামিয়েছে প্রোটিয়ারা।
৪১৬ রানে
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন
লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৬ তুলেছে বাংলাদেশ। এখনও ৪০০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।