× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী সাফ ফাইনাল

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২৪, ১৮:৩৭ পিএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

খানিক বাদেই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে সেরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। সেমিতে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়েই মাঠ কাঁপানো বাংলার মেয়েরা এখন নামবে শিরোপার লড়াইয়ে। বাংলাদেশ সময় ৬টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে ফাইনালের একাদশে একটি পরিবর্তন এনেছেন। ফরোয়ার্ড সাগরিকার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র।

বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল স্বাগতিক নেপালকে হারিয়েই। সেটা ২০২২ সালের ঘটনা। দু'বছর পর এবারও প্রতিপক্ষ নেপাল। তাই দর্শকদের মনে থাকবে বাড়তি প্রত্যাশা।

নারী সাফে কয়েকবার ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা রয়ে গেছে নেপালের। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় হিমালয়কণ্যা। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রার দিকে তাকিয়ে থাকবে নেপালি ফুটবলপ্রেমীরা। আরেকদিকে, সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।

আন্তর্জাতিক ফুটবলের সাধারণ নিয়ম নক-আউট পর্বে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সাফে অবশ্য অতিরিক্ত ত্রিশ মিনিট নেই। সরাসরি টাইব্রেকার। নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছিল।

ফাইনালে বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.