বাংলাদেশ
বনাম দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ (২৯ অক্টোবর) চট্টগ্রামের
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক
এইডেন মার্করাম। পাকিস্তান সিরিজের পর আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এমনকি দলের পারফরমেন্সেরও
করুণ অবস্থা। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।
আজ টসে জিতে
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলছিলেন এইডেন মার্করাম এবং ডি জর্জি। শুরুতে একটা সহজ ক্যাচ মিস করে অভিষিক্ত
মাহিদুল। এ ছাড়া বোলাররা তেমন কোনো পাত্তাই পায়নি প্রোটিয়া দুই ওপেনারদের কাছে। এমন
সময় দলের ত্রাণকর্তা হয়ে এইডেন মার্করামকে ফেরান তাইজুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার দলীয় রান যখন ৬৯, তখন
বোলিংয়ে তাইজুল। অধিনায়ক এইডেন মার্করাম উঠিয়ে মারার চেষ্টা করলে মমিনুল সহজ ক্যাচ
লুফে নেন। এরই সাথে উদ্ভোধনী জুটি ভাঙেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলাম।
এরপর আর কোনো
চাপ সৃষ্টি করতে পারেননি টাইগার বোলাররা। ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে লাঞ্চে গেছে
প্রোটিয়ারা।
এই ম্যাচে
ঘুরে দাঁড়াতে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বাদ পড়েছেন
নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস। জ্বরের কারণেই অবশ্য চট্টগ্রাম টেস্টে মাঠে নামা হচ্ছে
না তার। সে জায়গায় অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। প্রথম টেস্টে
এক পেসার খেলানো নিয়ে সমালোচনা ওঠায় এই টেস্টে দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
হাসান মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছেন নাহিদ রানা।
লিটনের সঙ্গে
একাদশের বাইরে গেছেন জাকের আলী অনিক এবং নাইম হাসান। ওপেনার জয়ের জায়গায় এসেছেন অভিষেক
টেস্টে সেঞ্চুরিয়ান জাকির হোসেন।
দক্ষিণ আফ্রিকা
একাদশে এসেছে দুই পরিবর্তন। সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসন জায়গা করে নিয়েছেন একাদশে।
বাংলাদেশ
একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
দক্ষিণ
আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান
স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিসো রাবাদা।