বর্তমান কোচ গ্যারিস কারস্টেন পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই পিসিবি নিয়ে এলো নতুন কোচ। ইতিমধ্যে নামও ঘোষণা করেছেন তারা। লাল বলের কোচ জেসন গিলেস্পির এখন থেকে দায়িত্ব পালন করবেন তিন ফরম্যাটেই।পরবর্তী অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের জন্য অন্তর্বর্তীকালীন সাদা বলের প্রধান কোচ হিসেবে গিলেস্পিকে দায়িত্ব পালন করবেন তিনি।
পাকিস্তান বোর্ড জানায়, কারস্টেনের সাথে তাদের দুই বছরের চুক্তি ছিল, তবে চার মাস পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে টেস্ট দলের বর্তমান হেড কোচ গিলেস্পিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির ফরম্যাটে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে পাকিস্তান গনমাধ্যমে জানান, 'জেসন গিলেস্পি পরের মাসে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবে। কেননা গ্যারি কারস্টেন তার ইস্তফা জমা দিয়েছে, বোর্ড তা গ্রহণ করেছে।'
এদিকে, পিসিবি গতকালই ২৫ সদস্যের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। চুক্তি প্রকাশের আগে এই সিদ্ধান্ত সম্পর্কে কারস্টেনকে কিছু জানানো হয়নি বলে জানা গেছে।
এছাড়াও, রিজওয়ানকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক নিয়োগ করার সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না তিনি। নতুন নিয়ম অনুযায়ী, কোচের দল নির্বাচনী প্রক্রিয়ায় ভুমিকা থাকবে না, সেটিও ছিল কারস্টেনের সাথে মতবিরোধের একটি কারণ।
এসব ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার কারস্টেন গতকাল রাতেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন,যা আজ নিশ্চিত হয়েছে।