× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুটানকে বিধ্বস্ত করে সাফের ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৪, ১৭:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

উইমেন'স সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ভুটান। ভুটানকে পেলেই যেন উদারমনে হাফ ডজন ও সাথে আরও দুই-একটা গোল বোনাস দিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা। এবার প্রতিপক্ষকে সেভেন-আপ উপহার দিয়েছে বাংলাদেশ।

আজ (২৭ অক্টোবর) উইমেন'স সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভুটান। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে বাংলাদেশ।

প্রথমার্ধের শুরু থেকেই ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশের ফরোয়ার্ডরা। এর ফল চলে আসে খেলার ৭ম মিনিটেই। তহুরার অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে গোলবন্যার সূচনা করেন  ঋতুপর্ণা চাকমা।

১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। পরের গোলটি আসে ২৬তম মিনিটে। সতীর্থ মনিকার আড়াআড়ি ক্রস থেকে শট নেন সাবিনা খাতুন। তবে এই গোলটির আগে ২৪তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক। তার শট গোলবারে লেগে ফেরার পর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন মনিকা চাকমা। তার পাস পেয়ে সাবিনা শট নেন দূর থেকে। হতাশ হওয়ার এক মিনিটের মাথায় পেলেন কাঙ্ক্ষিত গোল। বাংলাদেশ লিড নেয় ৩-০ গোলে। প্রথমে পোস্টে লেগে ফিরে এলেও দ্বিতীয়বার একই ভুল করেননি তিনি।

খেলার ৩৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে তহুরার দৃষ্টিনন্দন এক শটে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়। তার ঠিক ২মিনিট পরেই আবারও সাবিনার গোল। গোলকিপার রুপনার থেকে বল পেয়ে সরাসরি মাঝমাঠ থেকে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর গোলরক্ষককে বোকা বানিয়ে দারুণ এক গোলে বাংলাদেশকে ৫-০ গোলে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন সাবিনা।

ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন ডেকি লাজন। ৪২তম মিনিটে তার গোলের পর ৫-১ গোলে লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।

বস্তুত খেলা সেখানেই শেষ হয়ে গেলেও দর্শকদের আরও কিছু উপহার দিতে সেকেন্ড হাফে ৫৭ মিনিটে মনিকা চাকমার চিপ শটে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তহুরা।

আর বাংলাদেশের হয়ে সপ্তম গোল করেছেন ডিফেন্ডার মাসুরা পারভিন। চলতি আসরে দারুণ ছন্দে থাকা এই ডিফেন্ডার কর্ণার থেকে মাথা ছুঁইয়ে করেছেন গোল। এরপর বাংলাদেশ বেশ কয়েকবার চাপ সৃষ্টি করলেও গোল আদায় করে নিতে ব্যর্থ হয়েছে। ৭-১ গোলের জয়েই শেষ হয় সেমিফাইনালের এই ম্যাচ।

দ্বিতীয় সেমিতে আজ মুখোমুখি হবে ভারত ও নেপাল। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ফাইনালে লড়বে বাংলার মেয়েরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.